৫ দিন পর চিকিৎসাধীন অবস্থায় মা-রা গেলেন কোটচাঁদপুরের মাহমুদা

- আপডেট সময় ০৯:২২:২৫ পূর্বাহ্ন, রবিবার, ৯ মার্চ ২০২৫
- / ১১ বার পড়া হয়েছে

কোটচাঁদপুর ( ঝিনাইদহ) প্রতিনিধিঃ
বিষপানের ৫ দিন পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন কোটচাঁদপুরের মাহমুদা খাতুন (৬) নামের এক শিশু। তিনি উপজেলার ভোমরাডাঙ্গা গ্রামের শাহিন আলমের মেয়ে। ওই শিশুর সৎ মা বিরুদ্ধে বিষ খাওয়ানোর অভিযোগ তুলেছেন তার পিতা।
জানা যায়,গেল ৫ মাস হল কোটচাঁদপুর ভোমরাডাঙ্গা গ্রামের শাহিন আলমের সঙ্গে একই গ্রামের বন্যা খাতুনের বিয়ে হয়। বিয়ের কিছু দিন ভালই ছিল ওই দম্পতি। তবে সেই ভাল থাকায় বাদ সাধে শিশু মাহমুদা খাতুন। সম্প্রতি তাকে নিয়ে সংসারে প্রায় স্বামী স্ত্রী মধ্যে ঝামেলা হচ্ছিল।
হঠাৎ গেল ১ মার্চ বিষপান করেন মাহমুদ খাতুন (৬)। বুঝতে পেরে তাঁর পিতা শাহিন আলম তাকে কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তাকে ওয়াশ করে প্রাথমিক চিকিৎসা দিয়ে ভর্তি রাখেন। এরপর তাঁর অবস্থার অবনতি হলে তাকে যশোর হাসপাতালে রেফার্ড করেন। যশোর হাসপাতালে মাহমুদা কোন চিকিৎসা না দিয়ে তাকে ঢাকায় রেফার্ড করেন। বৃহস্পতিবার দুপুরে চুয়াডাঙ্গা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
তবে বিষ খাওয়ানো নিয়ে একে অপরকে দোষারোপ করছেন স্বামী স্ত্রী।
শাহিন আলম বলছেন,তাঁর স্ত্রী কৌশল তাঁর মেয়ের বিষ খাইযেচ্চেন। অন্যদিকে স্ত্রী বন্যা বলছেন সে ভুল করে আরসি মনে করে খেয়েছেন।
এদিকে শাহিন আলমের স্ত্রী নিজেকে বাচাতে বিষ খেয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বলে দাবি তাঁর। তবে বন্যা বলছেন তাকে মেরে ফেলার উদ্দেশ্যে জোর করে বিষ খাওয়াচ্চেন তার স্বামী।
বিষয়টি নিয়ে কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কবির হোসেন মাতুব্বর বলেন,আমার জানামতে ওই ঘটনায় এখনও পর্যন্ত থানায় কেউ কোন অভিযোগ করেনি। তবে আমি সকাল থেকে বাইরে আছি। থানায় গিয়ে বিস্তারিত বলা সম্ভব হবে।
