বীর মুক্তিযোদ্ধা সাজ্জাদুর রহমান-এর মৃত্যুতে এম নাসের রহমান-এর গভীর শোক

- আপডেট সময় ১২:২৯:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫
- / ২৪৮ বার পড়া হয়েছে

মৌলভীবাজার জেলার প্রবীণ রাজনীতিক, মহান মুক্তিযুদ্ধের গর্বিত সৈনিক, কমলগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি, বিএনপির আন্দোলন-সংগ্রামের এক পরীক্ষিত সেনানী, বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন (অব.) সাজ্জাদুর রহমান ২১ জুলাই সোমবার রাত ৮টা ১০ মিনিটে সিলেটের মাউন্ট এডোরা হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মৌলভীবাজার-৩ আসনের সাবেক সংসদ সদস্য, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, জননেতা জনাব এম নাসের রহমান।
এক শোকবার্তায় জননেতা এম নাসের রহমান বলেন—
“ক্যাপ্টেন (অব.) সাজ্জাদুর রহমান ছিলেন আমাদের রাজনৈতিক অঙ্গনের এক উজ্জ্বল নক্ষত্র। বিএনপির সূচনালগ্ন থেকেই তিনি নিরলসভাবে দলীয় আদর্শের প্রতি অটল থেকে নেতৃত্ব দিয়েছেন। তিনি ছিলেন আপসহীন নীতির ধারক, সংগ্রামী নেতৃত্বের প্রতীক।
মহান মুক্তিযুদ্ধের একজন সাহসী বীর যোদ্ধা হিসেবে তাঁর অবদান যেমন ইতিহাসের অংশ, তেমনি দলীয় রাজনীতিতে তাঁর ভূমিকা ছিল অনন্য ও অনুকরণীয়। সংগঠনের দুর্দিনে তিনি ছিলেন অনমনীয়, সাহসী ও প্রেরণাদায়ী। কমলগঞ্জ উপজেলা বিএনপিকে সুসংগঠিত ও শক্তিশালী করতে তাঁর নিরবচ্ছিন্ন প্রচেষ্টা, দৃঢ় নেতৃত্ব ও আত্মত্যাগ আজও সকল নেতাকর্মীর জন্য অনুপ্রেরণার উৎস।
তাঁর মৃত্যুতে মৌলভীবাজার জেলা বিএনপি হারালো এক পরীক্ষিত, ত্যাগী ও সংগ্রামী নেতাকে। এ ক্ষতি সহজে পূরণ হবার নয়।”
শোকবার্তায় জননেতা এম নাসের রহমান মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানান।
