ব্রেকিং নিউজ
বুবলির বিচ্ছেদ আট মাস আগেই হয়েছে
![](https://newssitedesign.com/newspaperpro/wp-content/themes/newspaper-pro/assets/images/reporter.jpg)
নিজস্ব সংবাদ :
- আপডেট সময় ০৯:৩৩:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অক্টোবর ২০২২
- / ৫৭৪ বার পড়া হয়েছে
![](https://moulvibazar24.com/wp-content/uploads/2023/11/Rahat-rakib-tea.jpg)
চিত্রনায়ক শাকিব খান ও চিত্রনায়িকা শবনম বুবলির বিচ্ছেদ আট মাস আগেই হয়েছে, এমন খবর ছড়িয়ে পড়েছে। আগামীতে যে কোনো দিন তারা বিষয়টি নিয়ে জনসমক্ষে আসতে পারেন
শাকিব খান ও বুবলি ঘনিষ্ঠ একাধিক সূত্রে এ তথ্য জানা গেছে।
তাদের ঘনিষ্ঠ সূত্রের বরাতে জানা গেছে, শাকিব খান-বুবলির বিয়ের তারিখ ছিল ২০১৮ সালের ২০ জুলাই। আর ২০২০ সালের ২১ মার্চ সন্তান শেহজাদের জন্ম হয়েছে। এটি বুবলি তার ফেসবুক পোস্টের মাধ্যমে জানিয়েছেন। ২০২১ সাল থেকেই শাকিব খান ও বুবলির মধ্যে বিবাদ শুরু। সে বছর ১৮ ফেব্রুয়ারি `লিডার, আমিই বাংলাদেশ` সিনেমার সাইনিং অনুষ্ঠানে দুজন মুখোমুখি হলেও কেউ কারও সঙ্গে কথা পর্যন্ত বলেননি।
![](https://moulvibazar24.com/wp-content/uploads/2022/12/Untitled-6-×-4-in.gif)
ট্যাগস :