ব্যাংক অফিসার্স এসোসিয়েশন ‘মৌলভীবাজার এর নবগঠিত কমিটির পরিচিত সভা ও নৈশভোজ
- আপডেট সময় ০৩:২৬:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫
- / ২ বার পড়া হয়েছে

ব্যাংক অফিসার্স এসোসিয়েশন’ মৌলভীবাজার এর নবগঠিত কমিটির পরিচিতি সভা ও নৈশভোজ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় শহরের অভিজাত বেঙ্গল চাইনিজ রেস্টুরেন্টের হলরুমে নবগঠিত কমিটির সভাপতি ও জনতা ব্যাংক মৌলভীবাজার শাখার ম্যানেজার মো: আক্তার হোসেনের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মুহিনুর রহমানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক ও এনআরবি ব্যাংক মৌলভীবাজার শাখার ক্লাস্টার ম্যানেজার মোহাম্মদ সাজ্জাদুর রহমান পিন্টু।

এসময় বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা ও ব্রাক ব্যাংক মৌলভীবাজার শাখার ম্যানেজার সাইফুল আলম, সিটি ব্যাংক মৌলভীবাজার শাখার ক্লাস্টার ম্যানেজার দেবাশীষ শ্যাম, সহ সভাপতি ও সোনালী ব্যাংক মৌলভীবাজার শাখার ম্যানেজার পুলক রঞ্জন চক্রবর্তী,ব্যাংক অফিসার্স এসোসিয়েশন মৌলভীবাজার শাখার সাবেক সাধারণ সম্পাদক সংগঠনের সদস্য জুনেদ আহমদ খান ও সংগঠনের সহ প্রচার সম্পাদক এনআরবিসি ব্যাংক মৌলভীবাজার শাখার অফিসার মোহাম্মদ মেরাজ চৌধুরী প্রমুখ । অনুষ্ঠানে সংগঠনের সকল সদস্যবৃন্দের পরিচিতি পর্ব শেষে নৈশভোজে অংশগ্রহণ করেন। এছাড়া অনুষ্ঠানের প্রারম্ভে সংগঠনের সহ প্রচার সম্পাদক মোহাম্মদ মেরাজ চৌধুরী এনআরবিসি ব্যাংকের দেশ সেরা সাপ্তাহিক হিরো নির্বাচিত হওয়ায় সংগঠনের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়। বক্তারা ব্যাংক অফিসার্স এসোসিয়েশন, মৌলভীবাজার যে কোন সময়ের চেয়ে শক্তিশালী, ঐক্য ও সুদৃঢ় রয়েছে বলে মন্তব্য করেন।
ভবিষ্যতে যে কোন মহতি উদ্যোগ ও একটি আধুনিক ব্যাংকিং বান্ধব সমাজ ও দেশগঠনে ব্যাংক অফিসার্স এসোসিয়েশন মৌলভীবাজার সচেষ্ট ভুমিকা রাখবে বলে আশাবাদ ব্যাক্ত করেন।


















