মাদকের খুচরা বিক্রেতা আছমা ডিবির হাতে আটক
- আপডেট সময় ০২:৩০:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৩
- / ২৬৯ বার পড়া হয়েছে
মৌলভীবাজার২৪ ডেস্কঃ ১০০ পিস ইয়াবাসহ মাদকের খুচরা বিক্রেতা আছমা আক্তারকে (৪০) আটক করেছে ডিবি পুলিশ। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদকের ডিলার মান্না নামের এক ব্যক্তি পালিয়ে যায়। আটককৃত নারী হবিগঞ্জ সদর উপজেলার বড়বহুলা এলাকার মো: বাছির মিয়ার স্ত্রী।
মঙ্গলবার (১৪ ফেব্রয়ারী) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
হবিগঞ্জ পৌর শহরের শায়েস্তানগর পূর্বাংশ পৈল রোডের জনৈক জামাল মিয়ার ভাড়াটিয়া বাসা থেকে তাকে আটক করা হয়।
এ তথ্য নিশ্চিত করে ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, সোমবার রাতে মাদক বেচাকেনা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে এসআই মো. রিয়াজ উদ্দিনসহ একদল ডিবি পুলিশ অভিযান চালিয়ে আছমাকে তার ভাড়াটিয়া বাসা থেকে আটক করেন। পরে তার দেহ তল্লাশি করে ১০০ পিস ইয়াবা জব্দ করে আটককৃত আছমার বিরুদ্ধে ডিবি পুলিশের পক্ষ থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে হবিগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়।
ওসি বলেন, আছমার বাড়ি সদর উপজেলার বড় বহুলা হলেও বর্তমানে শায়েস্তানগর পূর্বাংশ পৈল রোডের জনৈক জামাল মিয়ার ভাড়াটিয়া বাসায় থেকে আছমা উমেদনগর এলাকার মান্নার কাছ থেকে ইয়াবা ট্যাবলেট কিনে হবিগঞ্জ পৌর শহরের বিভিন্ন মাদকসেবীদের কাছে খুচরা বিক্রয় করে আসছিল। এমন তথ্যের ভিত্তিতেে আছমাকে হাতেনাতে আটক করা হয়। ডিবি পুলিশের অভিযান অব্যাহত আছে