মাদ্রাসায় সহসুপার মাওলানা নজরুল ইসলামকে বিদায়ী সংবর্ধনা
![](https://newssitedesign.com/newspaperpro/wp-content/themes/newspaper-pro/assets/images/reporter.jpg)
- আপডেট সময় ০১:৫৩:৪৫ অপরাহ্ন, রবিবার, ২০ নভেম্বর ২০২২
- / ৩৪১ বার পড়া হয়েছে
![](https://moulvibazar24.com/wp-content/uploads/2023/11/Rahat-rakib-tea.jpg)
বিশেষ প্রতিনিধিঃ গল্লাসাংগন দাখিল মাদ্রাসায় সহ সুপার মাওলানা নজরুল ইসলাম দ্বীর্ঘ ১৮ বৎসর শিক্ষকতার মহান দায়িত্ব পালন করে সুপার পদে বাগলা দাখিল মাদ্রাসা গোলাপগঞ্জে পদোন্নতি হওয়ায় মাদ্রাসার প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের উদ্যোগে রবিবার মাদ্রাসার হল রুমে বিদায়ী সংবর্ধনা আয়োজন করা হয়।
মাদ্রাসার প্রাক্তন ছাত্র কাওছার আহমদের সঞ্চালনায় সভাপতিত্ব করেন ম্যানেজিং কমিটির সভাপতি মাওলানা লিয়াকত হোসাইন,প্রধান অতিথির বক্তব্য রাখেন রশিদ আহমদ খান প্রধান শিক্ষক গল্লাসাংগন উচ্চ বিদ্যালয়,বিশেষ অতিথি আব্দুল মান্নান আজাদ সুপার অত্র মাদ্রাসা,কামারুজ্জামান প্রধান শিক্ষক গল্লাসাংগন সরকারী প্রাথমিক বিদ্যালয়,লোকমান হোসাইন আলম সমাজ সেবক,লোকমান আহমদ প্রধান শিক্ষক ফুলকুড়ি আদর্শ বিদ্যানিকেতন,গ্রামবাসীর পক্ষ থেকে বক্তব্য রাখেন জনাব ইউসুফ আলী,ইকবাল হোসাইন শিক্ষক গল্লাসাংগন প্রাথমিক বিদ্যালয়,শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন মুস্তাফিজুর রহমান ও শফিউল ইসলাম,প্রাক্তন ছাত্রদের মধ্যে বক্তব্য রাখেন ছাত্রনেতা ফারুক আহমদ মঞ্জুর,আবু বক্কর হাসমত,আবুল হাসনাত নোমান, শিক্ষার্থীদের পক্ষ থেকে মানপত্র পাঠ করেন রাশেদ হোসাইন।
সভায় সকল বক্তারাই মাওলানা নজরুল ইসলামের স্মৃতিচারন করেন এবং আগামীর ভবিষ্যৎ জীবন উজ্জ্বল হওয়ার কামনা ব্যক্ত করেন।
![](https://moulvibazar24.com/wp-content/uploads/2022/12/Untitled-6-×-4-in.gif)