ঢাকা ০৭:১৯ অপরাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ৫ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

মাধবপুরে বাস-ট্রাক-মাইক্রোবাসের সংঘর্ষে নিহতরা মৌলভীবাজারে বিভিন্ন পেশায় নিয়োজিত ছিলেন

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৩:৫৯:২৮ অপরাহ্ন, সোমবার, ১৮ জুলাই ২০২২
  • / ৯৬৩ বার পড়া হয়েছে

হবিগঞ্জ: হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কে বাস, ট্রাক ও মাইক্রোবাসের ত্রিমুখী সংঘর্ষে দুই নারীসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন।

সোমবার (১৮ জুলাই) দুপুর আড়াইটার দিকে উপজেলার শাহপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত দিনারী বেগমের আত্মীয় মোহাম্মদ আলী বলেন, নিহতরা মৌলভীবাজারে বিভিন্ন পেশায় নিয়োজিত ছিলেন। তারা ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফেরার পথে দুর্ঘটনার শিকার হন।

নিহতদের মধ্যে একজন মাইক্রোবাসের চালক ও বাকি তিনজন যাত্রী। তারা হলেন- নেত্রকোনা জেলার মদন উপজেলার ফতেহপুর গ্রামের ইমরুজ মিয়ার স্ত্রী হেলেনা আক্তার (৪০), একই গ্রামের সুরুজ মিয়ার স্ত্রী দিনারী বেগম (৩০) ও আব্দুর রউফ মিয়ার ছেলে মুরাদ মিয়া (৩৫)। নিহত মাইক্রোবাস চালকের পরিচয় পাওয়া যায়নি।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালেহ আহাম্মদ জানান, মহাসড়কে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। শাহপুর এলাকায় সিলেটগামী একটি ট্রাক, ঢাকাগামী মাইক্রোবাস এবং আল মোবারাকা পরিবহনের যাত্রীবাহী একটি বাসের ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে মুচড়ে গেলে ঘটনাস্থলেই চালক মারা যান।

এতে প্রায় ১০ জন আহত হলে তাদের উদ্ধার করে হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক জেলা সদর হাসপাতালে আনার পর চিকিৎসক আরও তিন জনকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনায় আহত ছয়জনকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল ও হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

মাধবপুরে বাস-ট্রাক-মাইক্রোবাসের সংঘর্ষে নিহতরা মৌলভীবাজারে বিভিন্ন পেশায় নিয়োজিত ছিলেন

আপডেট সময় ০৩:৫৯:২৮ অপরাহ্ন, সোমবার, ১৮ জুলাই ২০২২

হবিগঞ্জ: হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কে বাস, ট্রাক ও মাইক্রোবাসের ত্রিমুখী সংঘর্ষে দুই নারীসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন।

সোমবার (১৮ জুলাই) দুপুর আড়াইটার দিকে উপজেলার শাহপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত দিনারী বেগমের আত্মীয় মোহাম্মদ আলী বলেন, নিহতরা মৌলভীবাজারে বিভিন্ন পেশায় নিয়োজিত ছিলেন। তারা ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফেরার পথে দুর্ঘটনার শিকার হন।

নিহতদের মধ্যে একজন মাইক্রোবাসের চালক ও বাকি তিনজন যাত্রী। তারা হলেন- নেত্রকোনা জেলার মদন উপজেলার ফতেহপুর গ্রামের ইমরুজ মিয়ার স্ত্রী হেলেনা আক্তার (৪০), একই গ্রামের সুরুজ মিয়ার স্ত্রী দিনারী বেগম (৩০) ও আব্দুর রউফ মিয়ার ছেলে মুরাদ মিয়া (৩৫)। নিহত মাইক্রোবাস চালকের পরিচয় পাওয়া যায়নি।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালেহ আহাম্মদ জানান, মহাসড়কে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। শাহপুর এলাকায় সিলেটগামী একটি ট্রাক, ঢাকাগামী মাইক্রোবাস এবং আল মোবারাকা পরিবহনের যাত্রীবাহী একটি বাসের ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে মুচড়ে গেলে ঘটনাস্থলেই চালক মারা যান।

এতে প্রায় ১০ জন আহত হলে তাদের উদ্ধার করে হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক জেলা সদর হাসপাতালে আনার পর চিকিৎসক আরও তিন জনকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনায় আহত ছয়জনকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল ও হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।