ঢাকা ০৩:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
মান–অভিমান ভুলে ঐক্যের বার্তা মৌলভীবাজার জেলা বিএনপির বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তরের আস্থা প্রকল্পের সহযোগিতায় সরকারি কর্মকর্তা ও অন্যান্য স্টেকহোল্ডাদের নিয়ে পরামর্শ সভা কুলাউড়া উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ইউপি চেয়ারম্যান মমদুদ গ্রে/ফ/তা/ র মনোনয়ন ফরম সংগ্রহ করলেন খেলাফত মজলিস মনোনীত ও সম্ভাব্য ৮ দলীয় জোটের প্রার্থী মাওলানা আহমদ বিলাল মৌলভীবাজারে ডেভিল হান্ট ফেইজ- ২ আওয়ামীলীগ,যুবলীগ ও ছাত্রলীগ ৭ নেতা গ্রে ফ তা র এমবিই হাউস অব লর্ডসে বিশেষ সম্মাননায় ভূষি হলেন বাংলাদেশি ড. ওয়ালী তসর উদ্দিন মৌলভীবাজারে আইডিয়া’র আলো-আলো প্রকল্পের জেলা পর্যায়ের অ্যাডভোকেসি সভা শ্রীমঙ্গলে আ.লীগ নেতা ডা. হরিপদ রায় গ্রে/ফ/তা/র মৌলভীবাজার পলিটেকনিক ইনস্টিটিউট রোভার স্কাউটসহ পায়ে হেঁটে ১৫০ কি. মি. পথ পরিভ্রমণে – ৩ যথাযোগ্য মর্যাদায় মৌলভীবাজারে মহান বিজয় দিবস উদযাপন

মান–অভিমান ভুলে ঐক্যের বার্তা মৌলভীবাজার জেলা বিএনপির

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০২:৫৯:২১ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫
  • / ৪১ বার পড়া হয়েছে

মৌলভীবাজার২৪ ডেস্কঃ দলীয় মান–অভিমান ও দীর্ঘদিনের ভুল বোঝাবুঝি পেছনে ফেলে ঐক্যের বার্তা দিয়েছে মৌলভীবাজার জেলা বিএনপি। জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এক আবেগঘন পুনর্মিলনী সভায় জেলা, পৌর ও সদর থানা বিএনপির পাশাপাশি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা এক কাতারে এসে দাঁড়ান।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে মৌলভীবাজার শহরে অনুষ্ঠিত প্রায় সাড়ে চার ঘণ্টাব্যাপী এই সভায় অতীতের আন্দোলন–সংগ্রামের স্মৃতিচারণের পাশাপাশি ভবিষ্যৎ রাজনৈতিক পথচলা নিয়ে আলোচনা হয়। দীর্ঘ সময়ের এই বৈঠকে পারস্পরিক শ্রদ্ধা, সৌহার্দ্য ও ঐক্যের প্রত্যয়ে মুখর হয়ে ওঠে সভাস্থল।

সভায় প্রধান অতিথির বক্তব্যে মৌলভীবাজার–৩ (সদর–রাজনগর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী এম নাসের রহমান বলেন, দল ও জনগণের বৃহত্তর স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। অতীতের সব বিভেদ ভুলে গিয়ে ধানের শীষের বিজয় নিশ্চিত করাই এখন প্রধান লক্ষ্য। এ জন্য তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করার আহ্বান জানান তিনি।

সভায় বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক মো. ফয়জুল করিম ময়ূন। তিনি বলেন, বিএনপির সবচেয়ে বড় শক্তি হলো দলীয় ঐক্য। এই ঐক্য অটুট থাকলে যেকোনো রাজনৈতিক আন্দোলন ও নির্বাচনী লড়াই সফল করা সম্ভব। সদস্য সচিব আব্দুর রহিম রিপন বলেন, ব্যক্তিগত মতভেদ ভুলে সাংগঠনিক শৃঙ্খলা ও দলীয় সিদ্ধান্তকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।

এ ছাড়া সভায় বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক সহসভাপতি রেজিনা নাসের, আহ্বায়ক কমিটির সদস্য আলহাজ্ব আবদুল মুকিত এবং সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান,বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও মৌলভীবাজার জেলা শাখার সভাপতি জাকির হোসেন উজ্জ্বল।

বক্তারা বলেন, ঐক্যবদ্ধ আন্দোলনই গণতন্ত্র পুনরুদ্ধারের পথ সুগম করবে।

সভায় জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোশাররফ হোসেন বাদশা, বকসী মিসবাউর রহমান, ফয়সল আহমদ (সাবেক সহসভাপতি), মো. ফখরুল ইসলাম, মুহিতুর রহমান হেলাল, মাহমুদুর রহমান, আবুল কালাম বেলাল, স্বাগত কিশোর দাশ চৌধুরী ও বকসী যুবায়ের আহমদ।

সদর থানা বিএনপির পক্ষ থেকে উপস্থিত ছিলেন সভাপতি মুজিবুর রহমান মজনু, সাধারণ সম্পাদক মো. মারুফ আহমদ ও সিনিয়র সহসভাপতি সাদিকুর রহমান সাদিক। পৌর বিএনপির নেতাদের মধ্যে ছিলেন সভাপতি মো. অলিউর রহমান, সিনিয়র সহসভাপতি সারওয়ার মজুমদার ইমন ও সাধারণ সম্পাদক মনোয়ার আহমেদ রহমান।

এ ছাড়া জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও শ্রমিক দলের নেতারাও সভায় অংশ নেন। উপস্থিত ছিলেন,  জেলা যুবদলের সাধারণ সম্পাদক এম এ মোহিত, স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক জি এম মুক্তাদির রাজু ও সদস্য সচিব আহমদ আব্দুল আহাদ, ছাত্রদলের সভাপতি মো. রুবেল মিয়া ও সাধারণ সম্পাদক আকিদুর রহমান সোহান এবং শ্রমিক দলের সভাপতি রফিকুল ইসলাম রসিক।

সভা শেষে নেতারা অতীতের সব বিভেদ ভুলে দলীয় ঐক্য আরও সুদৃঢ় করার অঙ্গীকার করেন। পাশাপাশি আগামী দিনের নির্বাচন, রাজনৈতিক কর্মসূচি ও সাংগঠনিক কার্যক্রম ঐক্যবদ্ধভাবে পরিচালনা করে ধানের শীষের বিজয় নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

মান–অভিমান ভুলে ঐক্যের বার্তা মৌলভীবাজার জেলা বিএনপির

আপডেট সময় ০২:৫৯:২১ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫

মৌলভীবাজার২৪ ডেস্কঃ দলীয় মান–অভিমান ও দীর্ঘদিনের ভুল বোঝাবুঝি পেছনে ফেলে ঐক্যের বার্তা দিয়েছে মৌলভীবাজার জেলা বিএনপি। জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এক আবেগঘন পুনর্মিলনী সভায় জেলা, পৌর ও সদর থানা বিএনপির পাশাপাশি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা এক কাতারে এসে দাঁড়ান।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে মৌলভীবাজার শহরে অনুষ্ঠিত প্রায় সাড়ে চার ঘণ্টাব্যাপী এই সভায় অতীতের আন্দোলন–সংগ্রামের স্মৃতিচারণের পাশাপাশি ভবিষ্যৎ রাজনৈতিক পথচলা নিয়ে আলোচনা হয়। দীর্ঘ সময়ের এই বৈঠকে পারস্পরিক শ্রদ্ধা, সৌহার্দ্য ও ঐক্যের প্রত্যয়ে মুখর হয়ে ওঠে সভাস্থল।

সভায় প্রধান অতিথির বক্তব্যে মৌলভীবাজার–৩ (সদর–রাজনগর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী এম নাসের রহমান বলেন, দল ও জনগণের বৃহত্তর স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। অতীতের সব বিভেদ ভুলে গিয়ে ধানের শীষের বিজয় নিশ্চিত করাই এখন প্রধান লক্ষ্য। এ জন্য তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করার আহ্বান জানান তিনি।

সভায় বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক মো. ফয়জুল করিম ময়ূন। তিনি বলেন, বিএনপির সবচেয়ে বড় শক্তি হলো দলীয় ঐক্য। এই ঐক্য অটুট থাকলে যেকোনো রাজনৈতিক আন্দোলন ও নির্বাচনী লড়াই সফল করা সম্ভব। সদস্য সচিব আব্দুর রহিম রিপন বলেন, ব্যক্তিগত মতভেদ ভুলে সাংগঠনিক শৃঙ্খলা ও দলীয় সিদ্ধান্তকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।

এ ছাড়া সভায় বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক সহসভাপতি রেজিনা নাসের, আহ্বায়ক কমিটির সদস্য আলহাজ্ব আবদুল মুকিত এবং সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান,বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও মৌলভীবাজার জেলা শাখার সভাপতি জাকির হোসেন উজ্জ্বল।

বক্তারা বলেন, ঐক্যবদ্ধ আন্দোলনই গণতন্ত্র পুনরুদ্ধারের পথ সুগম করবে।

সভায় জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোশাররফ হোসেন বাদশা, বকসী মিসবাউর রহমান, ফয়সল আহমদ (সাবেক সহসভাপতি), মো. ফখরুল ইসলাম, মুহিতুর রহমান হেলাল, মাহমুদুর রহমান, আবুল কালাম বেলাল, স্বাগত কিশোর দাশ চৌধুরী ও বকসী যুবায়ের আহমদ।

সদর থানা বিএনপির পক্ষ থেকে উপস্থিত ছিলেন সভাপতি মুজিবুর রহমান মজনু, সাধারণ সম্পাদক মো. মারুফ আহমদ ও সিনিয়র সহসভাপতি সাদিকুর রহমান সাদিক। পৌর বিএনপির নেতাদের মধ্যে ছিলেন সভাপতি মো. অলিউর রহমান, সিনিয়র সহসভাপতি সারওয়ার মজুমদার ইমন ও সাধারণ সম্পাদক মনোয়ার আহমেদ রহমান।

এ ছাড়া জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও শ্রমিক দলের নেতারাও সভায় অংশ নেন। উপস্থিত ছিলেন,  জেলা যুবদলের সাধারণ সম্পাদক এম এ মোহিত, স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক জি এম মুক্তাদির রাজু ও সদস্য সচিব আহমদ আব্দুল আহাদ, ছাত্রদলের সভাপতি মো. রুবেল মিয়া ও সাধারণ সম্পাদক আকিদুর রহমান সোহান এবং শ্রমিক দলের সভাপতি রফিকুল ইসলাম রসিক।

সভা শেষে নেতারা অতীতের সব বিভেদ ভুলে দলীয় ঐক্য আরও সুদৃঢ় করার অঙ্গীকার করেন। পাশাপাশি আগামী দিনের নির্বাচন, রাজনৈতিক কর্মসূচি ও সাংগঠনিক কার্যক্রম ঐক্যবদ্ধভাবে পরিচালনা করে ধানের শীষের বিজয় নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেন।