ব্রেকিং নিউজ  
                            
                            মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিলেন মৌলভীবাজার জেলা প্রশাসক
 
																
								
							
                                
                              							  নিজস্ব সংবাদ :									
								
                                
                                - আপডেট সময় ০২:৪৩:১৬ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫
- / ২৬৫ বার পড়া হয়েছে

মৌলভীবাজার২৪ ডেস্কঃ মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিলেন মৌলভীবাজার জেলার জেলা প্রশাসক মোঃ ইসরাইল হোসেন।
মঙ্গলবার (১৯ আগষ্ট) জেলা প্রশাসকের উদ্যোগে গোপাল সাঁওতালের সার্বিক চিকিৎসার দায়িত্ব গ্রহণ করেন।
জানাযায়, মানবিক সহায়তার হাত বাড়িয়ে অসহায় কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের মুরইছড়া চা-বাগানের বাসিন্দা গোপাল সাঁওতাল জন্ম থেকেই বহুমাত্রিক শারীরিক প্রতিবন্ধকতায় ভুগছে। আর্থিক অসচ্ছলতার কারণে শিশুটির পরিবার এতদিন তার চিকিৎসার ব্যবস্থা করতে সক্ষম হয়নি।জেলা প্রশাসনের অর্থায়নে তাকে সেন্টার ফর দ্য রিহ্যাবিলিটেশন অব দ্য প্যারালাইজড (সিআরপি), মৌলভীবাজার শাখায় চিকিৎসা, থাকা-খাওয়া ও থেরাপি প্রদানের ব্যবস্থা করা হয়েছে। এ সংক্রান্ত যাবতীয় ব্যয়ভার সম্পূর্ণভাবে বহন করবে জেলা প্রশাসন।
 
                            
                                 ট্যাগস : 
                                                            
                   
                        
                             
																			


















