মানুষের পাশে দাঁড়ানোই বিএনপির প্রধান লক্ষ্য” ঝিনাইদহে -শিমুল

- আপডেট সময় ০৬:৫২:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫
- / ৪৮ বার পড়া হয়েছে

কোটচাঁদপুর (ঝিনাইদহ)প্রতিনিধিঃ মানুষের পাশে দাঁড়ানোই এ দলের প্রধান লক্ষ্য”—এ কথা বলেছেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির তথ্য ও গবেষণা বিষয়ক সহ-সম্পাদক আমিরুজ্জামান খান শিমুল।
শনিবার (২৭ তারিখ) বিকালে কোটচাঁদপুর পৌর মহিলা কলেজ মিলনায়তনে উপজেলা কৃষকদলের আয়োজনে অনুষ্ঠিত বৃক্ষরোপণ কর্মসূচি ও চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, “পরিবেশ রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তার জন্য বেশি বেশি করে গাছ লাগাতে হবে। বিএনপি সবসময় দেশের মানুষের কল্যাণে কাজ করেছে এবং ভবিষ্যতেও করবে।”
কোটচাঁদপুর উপজেলা কৃষকদলের আহ্বায়ক রফিকুল ইসলামের সভাপতিত্বে ও পৌর আহ্বায়ক কৃষিবিদ ফিরোজ উদ্দিন মানিকের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক, পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র এস কে এম সালাহউদ্দিন বুলবুল সিডল,জেলা কৃষক দলে যুগ্নআবহায়ক মীর ফজলে এলাহি, জেলা কৃষক দলে যুগ্নআহবায়ক নাজমুল হক মিলন,ঝিনাইদহ সদর থানার কৃষক দলের আহবায়ক নুরুল ইসলাম শিমুল,জেলা বিএনপি সদস্য গোলাম মোস্তফা মন্টু,উপজেলা বিএনপির সহসভাপতি তমিজউদ্দিন,উপজেলা কৃষকদলের সিনিয়র যুগ্মআহবায়ক আবুল কাশেম, পৌর বিএনপি সহসভাপতি মমিন মনোয়ার ,উপজেলা যুবদলের আহ্বায়ক আশরাফুজ্জামান খান মুকুল, উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক কামরুজ্জামান সিদ্দিক,উপজেলা যুব দলের সদস্য সচিব মাহফুজুল আলম মামুন, উপজেলা ছাত্র দলের আহবায়ক হুমায়ন কবির হিরা,পৌর ছাত্র দলের সদস্য সচিব ফজলে রাব্বি, অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ চারা বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন। এ সময় বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলে।
