মামুনুর রশিদ সাজু জেলার শ্রেষ্ঠ এসএমসি নির্বাচিত
![](https://newssitedesign.com/newspaperpro/wp-content/themes/newspaper-pro/assets/images/reporter.jpg)
- আপডেট সময় ১১:৫০:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর ২০২২
- / ৩২০ বার পড়া হয়েছে
![](https://moulvibazar24.com/wp-content/uploads/2023/11/Rahat-rakib-tea.jpg)
সিরাজুল ইসলাম: মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ এসএমসি নির্বাচিত হয়েছেন জুড়ী উপজেলা সদর দঃ জাঙ্গিরাই সরকারী প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মামুনুর রশিদ সাজু।
২৫ শে সেপ্টেম্বর মৌলভীবাজার জেলা শ্রেষ্ঠ শিক্ষক /শিক্ষিকা,কর্মকর্তা, কর্মচারী,ব্যাক্তি ও প্রতিষ্টান বাছাই কমিটির সভাপতি জেলা প্রশাসক মীর নাহিদ আহসান ও সদস্য সচিব, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার স্বাক্ষরিত এক পত্রে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠদের নামের তালিকা প্রকাশ করা হয়েছে।
তন্মধ্যে জুড়ী উপজেলা থেকে প্রথমবারের মতো শ্রেষ্ঠ সভাপতি নির্বাচিত হয়েছেন দঃ জাঙ্গিরাই সরকারী প্রাথমিক বিদ্যালয়ের এসএমসি সভাপতি, উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক ও উপজেলা যুবলীগের সভাপতি মামুনুর রশিদ সাজু।
এ ছাড়া শ্রেষ্ঠ কর্মচারী নির্বাচিত হয়েছেন জুড়ী উপজেলা শিক্ষা অফিসের হিসাব সহকারী সুস্মিতা দস্তিদার এবং ঝরে পড়ার হার উল্লেখযোগ্য ভাবে কমাতে সক্ষম হয়েছে এ ধরণের বিদ্যালয় শ্রেষ্ঠ নির্বাচিত হয়েছে উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের মাগুরা মহাদেববাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলতাফ হোসেন।
উপজেলা শিক্ষা অফিস সুত্রে জানা যায়, জুড়ী উপজেলায় জাতীয় শিক্ষা পদক ২০২২ উপলক্ষে ও ইতিমধ্যে মামুনুর রশিদ সাজু প্রাথমিক বিদ্যালয়ের শ্রেষ্ঠ সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন।
তিনি উপজেলার দক্ষিণ জাঙ্গীরাই মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হিসেবে সুনামের সহিত দায়িত্ব পালন করছেন।
জাতীয় শিক্ষা পদক-২০২২ উপলক্ষে শ্রেষ্ঠ সভাপতি ক্যাটাগরিতে তাঁকে নির্বাচিত ঘোষণা করেছে উপজেলা বাছাই কমিটি। উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ মহিউদ্দিন ভূইয়া বলেন, তিনি সভাপতি নির্বাচিত হওয়ার পর থেকে এ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়ন বৃদ্ধি করতে অসামান্য ভূমিকা রেখেছেন।
এছাড়াও তিনি প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সকল সদস্য এবং শিক্ষক মন্ডলী ও অভিভাবকদের সাথে শিক্ষার মান উন্নয়নে নিয়মিত মতবিনিময় সভা করেছেন। জেলায় শ্রেষ্ঠ নির্বাচিত হওয়ায় মামুনুর রশিদ সাজু বলেন, ‘প্রতিষ্ঠানের সভাপতি হিসেবে নয়।একজন নাগরিক হিসেবে সব সময় বিদ্যালয়ের খোঁজ খবর নেওয়ার চেষ্টা করি। আমি নিজেকে গর্বিত মনে করি একজন মানুষ হিসেবে।কাজ করলে ফল পাওয়া যায়।আজ উপজেলা থেকে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ সভাপতি নির্বাচিত করায় জেলা প্রশাসক, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও উপজেলা শিক্ষা অফিসার মহোদয়কে কৃতজ্ঞতা জানাচ্ছি। এ অর্জন আগামীতে আরও ভালো মানসম্মত কাজ করার অনুপ্রেরণা জেগে উঠেছে।
![](https://moulvibazar24.com/wp-content/uploads/2022/12/Untitled-6-×-4-in.gif)