ব্রেকিং নিউজ
মাহিয়া মাহি জানালেন-আড়ালে কী করছেন
নিজস্ব সংবাদ :
- আপডেট সময় ০৪:৫৩:৩৭ অপরাহ্ন, বুধবার, ৩০ মার্চ ২০২২
- / ৬১৮ বার পড়া হয়েছে
জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি বেশ কিছুদিন ধরে সিনেমা অঙ্গন থেকে আড়ালে রাখছেন নিজেকে। সিনে সংশ্লিষ্ট কোনো আয়োজনে তাকে দেখা যাচ্ছে না, নতুন কোনো সিনেমায় যুক্ত হচ্ছেন না। আবার আগে থেকে যুক্ত হওয়া সিনেমার কাজও করছেন গোপনে, নীরবে।
কিন্তু কেন এমন আড়াল অবলম্বন? জানার জন্য ফোন করলেও তার সাড়া পাওয়া যায় না। তবে এবার মাহি জানালেন রহস্যটা কী। তিনি আসলে ব্যবসায় নামছেন। রেস্টুরেন্ট ব্যবসা। গাজীপুর চৌরাস্তার প্রধান সড়কের পাশেই চালু করছেন বিশাল একটি রেস্তোরাঁ
মাহি গণমাধ্যমকে জানান, একটি ভবনের তিন ফ্লোর মিলিয়ে ছয় হাজার বর্গফুটের বেশি আয়তন তার রেস্টুরেন্টের। এখানে দেশি-বিদেশি নানান খাবারের পাশাপাশি রুফটপে থাকছে আড্ডা দেয়ার নজরকাড়া পরিবেশ। সেই রেস্টুরেন্ট সাজাতেই ব্যস্ত সময় পার করছেন নায়িকা।
ট্যাগস :