মায়ের কুলে শিশু মৃত্যু আমরা তদন্ত করে দেখবো…মৌলভীবাজারে স্বরাষ্ট্রমন্ত্রী
- আপডেট সময় ১২:৫৯:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ জুলাই ২০২২
- / ৩৫৪ বার পড়া হয়েছে
মৌলভীবাজার২৪ ডেস্ক: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন,ঠাকুরগাঁওয়ে শিশু হত্যার বিষয়ে আরও বলেন, নির্বাচনে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছিল। উত্তেজনা থামাতে গিয়ে পুৃলিশ গুলি বর্ষন করে। এ ঘটনায় একজন শিশু মায়ের কুলে মৃত্যু হয়। আমরা তদন্ত করে দেখবো কারো কোন গাফেলতি আছে কিনা। তদন্তে কোন সৈনিককের গাফলতি পাওয়া গেলে তাকে বিচারের মুখোমুখি হতে হবে।
বৃহস্পতিবার (২৮ জুলাই) বিকেল ৪টায় মৌলভীবাজার পুলিশ লাইনে মহিলা ব্যারাক উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উল্লেখিত কথা বলেন।
এ সময় তিনিআগামী জাতীয় সংসদ নির্বাচন যথা সময়ে অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন নির্বাচনের ব্যবস্থা করবেন। আওয়ামীলগ সহ সবাই নির্বাচনে অংশগ্রহণ করবে। বিএনপি নির্বাচন করবে কি করবে না এটি তাদের নিজেস্ব বিষয়। এবার যাতে সুষ্ট নির্বাচন হয় সে জন্য ইভিএম মেশিন চালু করতে যাচ্ছে কমিশন। প্রধানমন্ত্রী নির্বাচন কমিশনকে অনুরোধ করেছেন যাথে ইভিএম মেশিনে নির্বাচন হয়।
পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়ার সভাপতিত্বে মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন সিলেট রেঞ্জের ডিআইজি মফিজউদ্দিন আহমেদ, স্থানীয় সংসদ সদস্য নেছার আহমদ, মৌলভীবাজার-হবিগঞ্জ সংরক্ষিত আসনের সংসদ সদস্য সৈয়দা জোহুরা আলাউদ্দিন, জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।
এসময় সিলেট ইন্ডাষ্ট্রিয়াল পুলিশ সুপার মোহাম্মদ রওশনুজ্জামান সিদ্দিকী, মৌলভীবাজার পৌর সভার মেয়র মোঃ ফজলুর রহমানসহ পুলিশ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।