ব্রেকিং নিউজ
মিথ্যা ঘটনার সঙ্গে জড়িয়ে সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ করলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক
নিজস্ব সংবাদ :
- আপডেট সময় ০৯:০০:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর ২০২৪
- / ৭২ বার পড়া হয়েছে
কোটচাঁদপুর প্রতিনিধিঃ ষড়যন্ত্র করে মিথ্যা ঘটনার সঙ্গে জড়িয়ে সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন কোটচাঁদপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ লিয়াকত আলী। বৃহস্পতিবার সকালে স্থানীয় পাঠাগারে এ সম্মেলন করেন তিনি।
সংবাদ সম্মেলন লিখিত বক্তব্যে লিয়াকত আলী বলেন, বিএনপির প্রতিষ্ঠালগ্ন থেকে আমার পরিবার দলটির সঙ্গে আছে। এ ছাড়া আমি গেল ২০২২ সাল থেকে কোটচাঁদপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছি। এরমধ্যে আমার বিরুদ্ধে বেশ কয়েকটি রাজনৈতিক মামলাও হয়েছে।
গেল ৫ আগষ্ট ফ্যাসিষ্ট সরকার পতনের পর উপজেলায় বিছিন্ন কিছু ঘটনা ঘটেছে। এরমধ্যে কোটচাঁদপুরের কুশনা বাওড়ে দুই বার মৎস্য জীবিদের নৌকা ও জাল পুড়িয়ে দিয়েছেন দূবৃত্তরা। লুট করেছেন বাওড়ের মাছ। ওই ঘটনায় মৎস্যজীবিরা কোটচাঁদপুর থানায় পৃথক দুইটি মামলাও করেছেন। এরপরও ষড়যন্ত্রকারীরা ওই ঘটনার সঙ্গে জড়িয়ে প্রপাকান্ড ছড়িয়ে বেড়াচ্ছেন।
এ ছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যম ও অনলাইন পোটালে মিথ্যা সংবাদ প্রকাশ ও করিয়েছেন। অন্যদিকে আমার প্রতিবেশী খায়রুল মাস্টারের সঙ্গে আমার দীর্ঘদিনের জমিজমা নিয়ে সমস্যা। গেল ৫ তারিখে তাকে কে বা কাহারা মারপিট করেন। সেটা নিয়েও আমার বিরুদ্ধে স্থানীয় ও জেলা বিএনপির সভাপতি সম্পাদক বরাবর আবেদন করেছেন।
যে সব ঘটনার সঙ্গে আদৌও আমার কোন সম্পৃক্তা নাই। তারপরও ষড়যন্ত্রকারীরা আমাকেও সমাজের কাছে, আমার প্রিয় সংগঠন বিএনপির কাছে হেও করতে একের পর এক প্রপাকান্ড ছড়িয়ে বেড়াচ্ছেন।
আমি এ সংবাদ সম্মেলনের মাধ্যমে আমার বিরুদ্ধে প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ জানাচ্ছি।
সাথে সাথে বিষয়টি তদন্ত পূর্বক ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নিকট জোর দাবি জানাচ্ছি।
সম্মেলনে উপস্থিত ছিলেন,জেলা বিএনপির যুগ্ন সাধারন সম্পাদক ও সাবেক পৌর কাউন্সিলর ফারুক হোসেন খোকন, জেলা বিএনপির সদস্য ও সাবেক ভাইস চেয়ারম্যান একরামুল হক,পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পৌর কাউন্সিলর কামাল হোসেন,উপজেলা যুব দলের নেতা অমেদুল ইসলাম।
ট্যাগস :