মিনি ফুটসাল ফুটবল টুর্নামেন্ট ২০২৩ এর উদ্বোধন
- আপডেট সময় ০৫:১১:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২০ জানুয়ারী ২০২৩
- / ২৮১ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধিঃ সিলেটের সোবহানীঘাটে ফুটসাল ফুটবল টুর্ণামেন্টের আয়োজন করা হয়েছে।
শুক্রবার বিকালে এ খেলার শুভ উদ্বোধন করেন বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও ক্রীড়াবিদ আব্দুল ফাত্তাহ ফাহিম। লতিফিয়া আবাসিক এলাকায় মাঠ শুক্রবার আহিল এন্ড ইয়ামনা ডেইরি ফার্মের আয়োজনে ফুটসাল ফুটবল টুর্ণামেন্টের শুভ সুচনা করা হয়।
এ ফুটবল খেলার উদ্বোধনী অনুষ্টানের সভাপতিত্ব করেন সিলেট ট্রেড সেন্ট্রার’র সভাপতি ছাদ মিয়া।

এ খেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্ড্রাস্টিয়াল পুলিশ -৮ এর পুলিশ সুপার মোঃরওশনুজ্জামান সিদ্দিকী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের ২৩ নং ওয়ার্ডের কাউন্সিলর মোস্তাক আহমেদ। অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন মঞ্জুর আহমেদ, শফিক মিয়া,খছরু আহমদ, নজির আহমদ,আহমেদ আল জামিল, আলেক মিয়া, জসিম উদ্দীন,হারুনুর রশীদ,মুজিবুর রহমান,রিংকু তালুকদারসহ স্থানীয় সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ অনেকে উপস্থিত ছিলেন।
























