ঢাকা ০৯:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ০৯ জানুয়ারী ২০২৬, ২৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
মৌলা ফাউন্ডেশন এর উদ্যাগে কম্বল বিতরণ মোটরসাইকেল ও চুরির কাজে ব্যবহৃত সরঞ্জামসহ ২৭ মামলার আসামি গ্রে ফ তা র নির্বাচনী প্রচারণা, মৌলভীবাজারে আসছেন তারেক রহমান হাকালুকি হাওরের পরিবেশ সুরক্ষায় কোনো আপস করা হবে না : ইউএনও মারুফ দস্তেগীর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন:মৌলভীবাজারে জেলা ও উপজেলা সমন্বয় কমিটি গঠন এতিম ও মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে বোরহান উদ্দিন সোসাইটির কম্বল বিতরণ বহিষ্কারাদেশ প্রত্যাহারের ২৪ ঘন্টার মধ্যেই স্থগিত মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা সঠিক ও নিরপেক্ষ তথ্য উপস্থাপনের মাধ্যমে গণমাধ্যম জনসচেতনতা বৃদ্ধিতে বড় ভূমিকা রাখতে পারে. জেলা প্রশাসক মরহুম এম সাইফুর রহমানের কবর জিয়ারত করলেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের কো-অর্ডিনেটর কামাল উদ্দিন

মোটরসাইকেল ও চুরির কাজে ব্যবহৃত সরঞ্জামসহ ২৭ মামলার আসামি গ্রে ফ তা র

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৩:৫৯:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬
  • / ২৫১ বার পড়া হয়েছে

মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে দুটি চোরাই মোটরসাইকেল, চোরাই মোটরসাইকেল পার্টস এবং চুরির কাজে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রপাতিসহ মিল্টন সরকার (৪৯) নামে একজনকে গ্রেফতার করা হয়েছে।

গত ২ জানুয়ারি দুপুর আনুমানিক ১২.০০ ঘটিকার সময় মৌলভীবাজার সদর উপজেলার বরহাট এলাকার ‘রাজা কমপ্লেক্স’ নামক বাসার গ্যারেজ থেকে জনৈক আজহারুল ইসলাম-এর মালিকানাধীন একটি Hornet মোটরসাইকেল চুরি হয়। এ ঘটনায় ভুক্তভোগীর অভিযোগের প্রেক্ষিতে মৌলভীবাজার সদর থানায় একটি মামলা রুজু করা হয়। জেলা গোয়েন্দা শাখা মামলাটি তদন্তের জন্য কার্যক্রম শুরু করে।

পুলিশের সোর্স, সিসিটিভি ফুটেজ এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ সুদীপ্ত শেখর ভট্টাচার্যের নেতৃত্বে এসআই জামিল সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় মঙ্গলবার (৬ জানুয়ারি) রাতে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানাধীন ভাড়াউড়া বাগান এলাকা থেকে মিল্টন সরকার ওরফে মিল্টন কুমার সাহা ওরফে মোঃ সোহেল (৪৯)-কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে চুরির ঘটনার সঙ্গে তার জড়িত থাকার কথা স্বীকার করে। পরবর্তী জিজ্ঞাসাবাদে সে জানায়, মামলার চোরাই মোটরসাইকেলটি সে সিলেট জেলার এক ব্যক্তির কাছে বিক্রি করেছে। উক্ত মোটরসাইকেল উদ্ধারের কার্যক্রম চলমান রয়েছে।

এছাড়াও আসামি জানায়, ঘটনার সময় ব্যবহৃত হেলমেটসহ আরও কিছু চোরাই মালামাল তার বর্তমান ঠিকানা অর্থাৎ মৌলভীবাজার সদর উপজেলার সরকারবাজার এলাকার মাদ্রাসা-ই দারুল মোস্তফার ভাড়া ঘরে সংরক্ষিত রয়েছে।

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে চোরাই আলামত উদ্ধারের লক্ষ্যে আসামিকে সঙ্গে নিয়ে শেরপুর পুলিশ ফাঁড়ি, মৌলভীবাজারের টহল টিমের সহায়তায় উক্ত ঠিকানায় অভিযান পরিচালনা করা হয়।

*উদ্ধারকৃত মালামাল*
১। ১টি টিয়া (নিয়ন) রঙের হেলমেট, যা মামলার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা ও আসামির দেওয়া তথ্য অনুযায়ী ঘটনার সঙ্গে সম্পর্কিত।
২। ১টি ১৫০ সিসি লাল-কালো রঙের Hero Hunk মোটরসাইকেল।
৩। ১টি ১৫০ সিসি লাল-কালো রঙের Pulsar মোটরসাইকেল।
৪। বিভিন্ন রঙের মোট ৫টি হেলমেট।
৫। মোটরসাইকেলের ৫টি লুকিং গ্লাস।
৬। মোটরসাইকেলের ২১টি চাবি (মাস্টার কি)।
৭। বিভিন্ন সাইজের ১৫টি তালা।
৮। বিভিন্ন সাইজের ৮টি ঢাল।
৯। ১টি বড় রেঞ্জ।
১০। বিভিন্ন সাইজের ৯টি স্ক্রু ড্রাইভার।
১১। ১টি প্লায়ার্স।
১২। ২টি ওয়্যার কাটার।
১৩। ২টি রেত।
১৪। ১টি রেইনবো স্প্রে পট (গাড়ির রং করার বোতল)।

প্রাথমিক তদন্তে জানা যায়, গ্রেফতারকৃত আসামি একজন পেশাদার ও সংঘবদ্ধ চোর চক্রের সক্রিয় সদস্য এবং এই চক্রের অন্যতম মূল হোতা। সে দীর্ঘদিন ধরে সিলেট, চট্টগ্রাম, কুমিল্লা, ব্রাহ্মণবাড়ীয়া, নারায়ণগঞ্জ, নরসিংদীসহ দেশের বিভিন্ন এলাকা থেকে মোটরসাইকেল চুরি করে তা অজ্ঞাতনামা চোরাকারবারীদের কাছে বিক্রি করে আসছিল। অত্র মামলার ঘটনার সঙ্গেও তার সরাসরি সম্পৃক্ততার সত্যতা প্রাথমিক তদন্তে পাওয়া গেছে।

এছাড়াও জানা গেছে, ধৃত আসামির বিরুদ্ধে সিলেট, চট্টগ্রাম, কুমিল্লা, ব্রাহ্মণবাড়ীয়া, নারায়ণগঞ্জ ও নরসিংদীসহ দেশের বিভিন্ন থানায় মোট ২৭ (সাতাশ)টি মামলা বর্তমানে বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।

*আসামির পূর্ণাঙ্গ নাম-পরিচয়ঃ*

আসামি মিল্টন সরকার প্রকাশ মিল্টন কুমার সাহা প্রকাশ মোঃ সোহেল (৪৯),
পিতা— মৃত হারাধন সরকার প্রকাশ হারাধন সাহা প্রকাশ মৃত জাকির খান,
মাতা— কল্পনা সরকার প্রকাশ সুফিয়া আক্তার কল্পনা,
স্থায়ী ঠিকানা— সাং পশ্চিম কান্দাপাড়া (সেবা সংঘ মাঠের পিছনের বাড়ি), থানা— নরসিংদী সদর, জেলা— নরসিংদী।
বর্তমান ঠিকানা— সাং ভৈরবপুর (উত্তর পাড়া, দানিস মঞ্জিল, প্রঃ দায়েন্স-এর বাড়ি, ওয়ার্ড নং-০২, চন্ডিবেড ইউপি), থানা— ভৈরব, জেলা— কিশোরগঞ্জ।
অপর বর্তমান ঠিকানা— সাং মাদ্রাসা-ই দারুল মোস্তফার ভাড়া ঘর, গোড়ারাই রোড, সরকারবাজার, থানা ও জেলা— মৌলভীবাজার।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

মোটরসাইকেল ও চুরির কাজে ব্যবহৃত সরঞ্জামসহ ২৭ মামলার আসামি গ্রে ফ তা র

আপডেট সময় ০৩:৫৯:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬

মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে দুটি চোরাই মোটরসাইকেল, চোরাই মোটরসাইকেল পার্টস এবং চুরির কাজে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রপাতিসহ মিল্টন সরকার (৪৯) নামে একজনকে গ্রেফতার করা হয়েছে।

গত ২ জানুয়ারি দুপুর আনুমানিক ১২.০০ ঘটিকার সময় মৌলভীবাজার সদর উপজেলার বরহাট এলাকার ‘রাজা কমপ্লেক্স’ নামক বাসার গ্যারেজ থেকে জনৈক আজহারুল ইসলাম-এর মালিকানাধীন একটি Hornet মোটরসাইকেল চুরি হয়। এ ঘটনায় ভুক্তভোগীর অভিযোগের প্রেক্ষিতে মৌলভীবাজার সদর থানায় একটি মামলা রুজু করা হয়। জেলা গোয়েন্দা শাখা মামলাটি তদন্তের জন্য কার্যক্রম শুরু করে।

পুলিশের সোর্স, সিসিটিভি ফুটেজ এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ সুদীপ্ত শেখর ভট্টাচার্যের নেতৃত্বে এসআই জামিল সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় মঙ্গলবার (৬ জানুয়ারি) রাতে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানাধীন ভাড়াউড়া বাগান এলাকা থেকে মিল্টন সরকার ওরফে মিল্টন কুমার সাহা ওরফে মোঃ সোহেল (৪৯)-কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে চুরির ঘটনার সঙ্গে তার জড়িত থাকার কথা স্বীকার করে। পরবর্তী জিজ্ঞাসাবাদে সে জানায়, মামলার চোরাই মোটরসাইকেলটি সে সিলেট জেলার এক ব্যক্তির কাছে বিক্রি করেছে। উক্ত মোটরসাইকেল উদ্ধারের কার্যক্রম চলমান রয়েছে।

এছাড়াও আসামি জানায়, ঘটনার সময় ব্যবহৃত হেলমেটসহ আরও কিছু চোরাই মালামাল তার বর্তমান ঠিকানা অর্থাৎ মৌলভীবাজার সদর উপজেলার সরকারবাজার এলাকার মাদ্রাসা-ই দারুল মোস্তফার ভাড়া ঘরে সংরক্ষিত রয়েছে।

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে চোরাই আলামত উদ্ধারের লক্ষ্যে আসামিকে সঙ্গে নিয়ে শেরপুর পুলিশ ফাঁড়ি, মৌলভীবাজারের টহল টিমের সহায়তায় উক্ত ঠিকানায় অভিযান পরিচালনা করা হয়।

*উদ্ধারকৃত মালামাল*
১। ১টি টিয়া (নিয়ন) রঙের হেলমেট, যা মামলার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা ও আসামির দেওয়া তথ্য অনুযায়ী ঘটনার সঙ্গে সম্পর্কিত।
২। ১টি ১৫০ সিসি লাল-কালো রঙের Hero Hunk মোটরসাইকেল।
৩। ১টি ১৫০ সিসি লাল-কালো রঙের Pulsar মোটরসাইকেল।
৪। বিভিন্ন রঙের মোট ৫টি হেলমেট।
৫। মোটরসাইকেলের ৫টি লুকিং গ্লাস।
৬। মোটরসাইকেলের ২১টি চাবি (মাস্টার কি)।
৭। বিভিন্ন সাইজের ১৫টি তালা।
৮। বিভিন্ন সাইজের ৮টি ঢাল।
৯। ১টি বড় রেঞ্জ।
১০। বিভিন্ন সাইজের ৯টি স্ক্রু ড্রাইভার।
১১। ১টি প্লায়ার্স।
১২। ২টি ওয়্যার কাটার।
১৩। ২টি রেত।
১৪। ১টি রেইনবো স্প্রে পট (গাড়ির রং করার বোতল)।

প্রাথমিক তদন্তে জানা যায়, গ্রেফতারকৃত আসামি একজন পেশাদার ও সংঘবদ্ধ চোর চক্রের সক্রিয় সদস্য এবং এই চক্রের অন্যতম মূল হোতা। সে দীর্ঘদিন ধরে সিলেট, চট্টগ্রাম, কুমিল্লা, ব্রাহ্মণবাড়ীয়া, নারায়ণগঞ্জ, নরসিংদীসহ দেশের বিভিন্ন এলাকা থেকে মোটরসাইকেল চুরি করে তা অজ্ঞাতনামা চোরাকারবারীদের কাছে বিক্রি করে আসছিল। অত্র মামলার ঘটনার সঙ্গেও তার সরাসরি সম্পৃক্ততার সত্যতা প্রাথমিক তদন্তে পাওয়া গেছে।

এছাড়াও জানা গেছে, ধৃত আসামির বিরুদ্ধে সিলেট, চট্টগ্রাম, কুমিল্লা, ব্রাহ্মণবাড়ীয়া, নারায়ণগঞ্জ ও নরসিংদীসহ দেশের বিভিন্ন থানায় মোট ২৭ (সাতাশ)টি মামলা বর্তমানে বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।

*আসামির পূর্ণাঙ্গ নাম-পরিচয়ঃ*

আসামি মিল্টন সরকার প্রকাশ মিল্টন কুমার সাহা প্রকাশ মোঃ সোহেল (৪৯),
পিতা— মৃত হারাধন সরকার প্রকাশ হারাধন সাহা প্রকাশ মৃত জাকির খান,
মাতা— কল্পনা সরকার প্রকাশ সুফিয়া আক্তার কল্পনা,
স্থায়ী ঠিকানা— সাং পশ্চিম কান্দাপাড়া (সেবা সংঘ মাঠের পিছনের বাড়ি), থানা— নরসিংদী সদর, জেলা— নরসিংদী।
বর্তমান ঠিকানা— সাং ভৈরবপুর (উত্তর পাড়া, দানিস মঞ্জিল, প্রঃ দায়েন্স-এর বাড়ি, ওয়ার্ড নং-০২, চন্ডিবেড ইউপি), থানা— ভৈরব, জেলা— কিশোরগঞ্জ।
অপর বর্তমান ঠিকানা— সাং মাদ্রাসা-ই দারুল মোস্তফার ভাড়া ঘর, গোড়ারাই রোড, সরকারবাজার, থানা ও জেলা— মৌলভীবাজার।