মৌলভীবাজার চলতি বছর আমনের বাম্পার ফলন
![](https://newssitedesign.com/newspaperpro/wp-content/themes/newspaper-pro/assets/images/reporter.jpg)
- আপডেট সময় ১০:৫৭:২৫ পূর্বাহ্ন, রবিবার, ৬ নভেম্বর ২০২২
- / ৪২৩ বার পড়া হয়েছে
![](https://moulvibazar24.com/wp-content/uploads/2023/11/Rahat-rakib-tea.jpg)
মৌলভীবাজার২৪ ডেস্ক: মৌলভীবাজারের বিভিন্ন উপজেলায় চলিত মৌসুমে রোপা আমন লাগিয়ে পাতাপচা রোগ আর পোকার আক্রমণ সত্ত্বেও ভালো ফলন হয়েছে বলে কৃষকরা জানান। এখন চলছে ধান ঘরে তোলার প্রস্তুতি। জানালেন, ধানের গোলা পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে। শুকানোর ‘খলা’ ( মাঠ)ও প্রস্তুত।
স্থানীয় ও উফশী জাতের ধান লাগিয়েছেন জমিতে । ব্রি-১১, স্বর্ণা আর আসামি। ফলন কেমন হয়েছে জানতে চাইলে তারা বলেন, নিজে খাওয়ার জন্য লাগিয়েছেন আসামি জাতের ধান। ফলন ৩৫ মন হতে পারে প্রতি একরে। তারপরও লাগিয়েছেন ভাত স্বাদ হয় দেখে। এছাড়া বিক্রির জন্য ব্রি-১১ ও স্বর্ণা। এগারো ৭০ মন এবং স্বর্ণা ৫৫ মণ পর্যন্ত পাওয়ার আশা করছেন তিনি। এখন ধান কাটার অপেক্ষা।
স্থানীয় কৃষকেরা আরও জানান, প্রথমে ধানের পাতাপচা রোগ দেখা দিলে তারা অনেক টেনশনে ছিলেন। পরে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে প্রচুর বৃষ্টিপাত হয়। ফলে কিছু ধান হেলে পড়লেও এই বৃষ্টি আমন ধানের জন্য আশীর্বাদ হয়ে আসে।এখন ভালো ফলনের আশায় কৃষকেরা আনন্দিত।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মৌলভীবাজার জেলার উপ পরিচালক ডিডি শামসুদ্দিন আহমেদ মৌলভীবাজার২৪ ডট কমকে জানান, চলতি বছর ১ লাখ ১ হাজার ৬ শ হেক্টর জমিতে আমন লাগানো হয়েছে। ব্রি ৪৯, ৮৭, ৭৫, ৯২,১১,৩১ ও ব্রি-৩২ ধান লাগিয়েছে কৃষকেরা। এখন আগাম জাতের ধান কাটা শুরু হয়ে গেছে। আমাদের ধারণা ২ দশমিক ৯৭ মেট্রিক টন লক্ষ্য মাত্রা ছাড়িয়ে যেতে পারে।
![](https://moulvibazar24.com/wp-content/uploads/2022/12/Untitled-6-×-4-in.gif)