মৌলভীবাজার জেলা কাজী সমিতির নির্বাচন সম্পন্ন : লোকমান সভাপতি, ফখরুল সম্পাদক
![](https://newssitedesign.com/newspaperpro/wp-content/themes/newspaper-pro/assets/images/reporter.jpg)
- আপডেট সময় ০৭:৩২:৪৩ অপরাহ্ন, রবিবার, ২৩ অক্টোবর ২০২২
- / ৬৫৪ বার পড়া হয়েছে
![](https://moulvibazar24.com/wp-content/uploads/2023/11/Rahat-rakib-tea.jpg)
মৌলভীবাজার২৪ ডেস্কঃ মৌলভীবাজার জেলা কাজী সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে। এ উপলক্ষে আয়োজিত সভায় জেলার নিকাহ রেজিষ্টার গণের ভোটে কার্যকরি কমিটি গঠন করা হয়।
শনিবার (২২ অক্টোবর) মৌলভীবাজার শহরের একটি রেষ্টুরেন্ট হলে অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন জেলা কাজী সমিতির প্রধান উপদেষ্টা মাওলানা কাজী নাসির উদ্দিন।
সভায় কাজী মাওলানা মির্জা মোহাম্মদ লোকমানকে সভাপতি এবং মাওলানা কাজী খন্দকার ফখরুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ২৬ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
কমিটির অন্যান্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি কাজী মাওলানা ইউসুফ আলী সিরাজী (সদর), সহ-সভাপতি কাজী মাওলানা আব্দুর রহিম মজুমদার (সদর), কাজী মাওলানা ফজলুল হক খান সাহেদ (কুলাউড়া), কাজী মাওলানা এ.কে.এম. সৈয়দ মঈন উদ্দিন (শ্রীমঙ্গল), কাজী মাওলানা আহমদ আলী (জুড়ী), কাজী মাওলানা এনামুল হক (বড়লেখা) সহ-সাধারণ সম্পাদক কাজী মাওলানা হারুনুর রশিদ (শ্রীমঙ্গল), কাজী মাওলানা ফয়ছল আহমদ হেলালী (সদর), কাজী মাওলানা জুনেদ আহমদ বেলাল (কুলাউড়া), কাজী মাওলানা সৈয়দ লিয়াকত আলী (কুলাউড়া)।
সাংগঠনিক সম্পাদক কাজী মাওলানা মখলিছুর রহমান (কুলাউড়া),সহ-সাংগঠনিক সম্পাদক কাজী মাওলানা জুবায়ের আহমদ (কমলগঞ্জ), কাজী মাওলানা ময়নুল ইসলাম (জুড়ী)। অর্থ সম্পাদক কাজী হাফিজ মাওলানা নজমুল ইসলাম (সদর), সহ-অর্থ সম্পাদক কাজী মাওলানা সিহাব উদ্দিন (শ্রীমঙ্গল)। প্রচার সম্পাদক কাজী মাওলানা এহসানুল মাহবুব জাকির (কুলাউড়া), সহ-প্রচার সম্পাদক কাজী মাওলানা মোহাম্মদ আব্দুস সামাদ আজাদ (কুলাউড়া)। অফিস সম্পাদক কাজী মাওলানা জরিফ উদ্দিন (সদর), সহ-অফিস সম্পাদক কাজী মাওলানা ফখর উদ্দিন (সদর)।
কমিটির নির্বাহী সদস্যরা হলেন, কাজী মাওলানা সাইফুর রহমান (শ্রীমঙ্গল), কাজী মাওলানা আব্দুল কাইয়ূম (কমলগঞ্জ), কাজী মাওলানা রফিকুল ইসলাম সিতার (কুলাউড়া), কাজী মাওলানা মুহিবুর রহমান (শ্রীমঙ্গল) ও কাজী মাওলানা আব্দুল সামাদ কায়েস (কুলাউড়া)।
![](https://moulvibazar24.com/wp-content/uploads/2022/12/Untitled-6-×-4-in.gif)