মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি সুন্দর মিয়ার মৃত্যুতে এম নাসের রহমানের শোক
- আপডেট সময় ০৪:০৭:১৩ অপরাহ্ন, রবিবার, ২২ মে ২০২২
- / ৮৮০ বার পড়া হয়েছে

মৌলভীবাজার২৪ ডেস্কঃ মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি সদর উপজেলার বাহার মর্দন (বাউর ঘরিয়া) গ্রামের বাসিন্দা মৌলভীবাজার শহরের মুসলিম কোয়ার্টার লেইক ভিউ হাসপাতালের সত্ত্বাধিকারী যুক্তরাজ্য প্রবাসী আলহাজ্ব জমির উদ্দিন (সুন্দর মিয়া) এর মৃত্যুতে শোক জানিয়েছেন মৌলভীবাজার জেলা বিএনপি’র সভাপতি ও সাবেক সংসদ সদস্য এম নাসের রহমান।

রোববার (২২ মে) বিকেলে তিনি গণমাধ্যমে প্রেরিত এক শোকবার্তায় বলেন, মরহুম আলহাজ্ব জমির উদ্দিন (সুন্দর মিয়া) আমার মরহুম পিতা সাবেব অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমান সাহেবে অত্যন্ত ঘনিষ্ট সম্পর্ক ও বিএনপির নিবেদিত ব্যাক্তি ছিলেন।
উনার মৃত্যুতে আমি গভীর শোক প্রকাশ করছি ও মরহুমের আত্নার মাগফিরাত কামনা করছি ।
উল্লেখ্য শনিবার (২১ মে ) বাংলাদেশ সময় বিকেল ৪ টার দিকে যুক্তরাজ্যের গীলফোর্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আলহাজ্ব জমির উদ্দিন (সুন্দর মিয়া)ইন্তেকাল করেন।















