মৌলভীবাজার জেলা শিল্পকলা একাডেমি কর্তৃক গুণীজন সম্মাননা প্রদান
 
																
								
							
                                - আপডেট সময় ০৮:৫০:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫
- / ৩০৭ বার পড়া হয়েছে

মৌলভীবাজার২৪ ডেস্কঃ মৌলভীবাজার জেলা শিল্পকলা একাডেমি কর্তৃক ২০২২, ২০২৩ ও ২০২৪ গুণীজন সম্মাননা প্রদান করা হয়েছে।
শুক্রবার (৩ অক্টোবর) জেলা শিল্পকলা এডেমিতে এ গুণীজন সম্মাননা অনুষ্ঠান অনুষ্টিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন।
নাট্যশিল্পী শাহীন ইকবাল এর সঞ্চালনায় ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তানভীর হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আসিফ মহিউদ্দিন,জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার আহমেদ মঞ্জুরুল হক চৌধুরী।

গুণীজন সম্মাননা যারা পেলেন,মোহাম্মদ আকবর (সৃজনশীল সাংস্কৃতিক গবেষক), সেলিম চৌধুরী (কণ্ঠশিল্পী), আবদাল মাহবুব কোরেশী (নাট্যকলা), ওয়ালীউর রহমান (চারুকলা), দুর্গাপ্রসাদ দেশোয়ারা (যন্ত্রসংগীত), মোস্তফা সেলিম (সৃজনশীল সাংস্কৃতিক গবেষক), মো. দেলোয়ার হোসেন
(নাট্যকলা), প্রসাদ দাস (যন্ত্রশিল্পী) , মো. তারেক ইকবাল চৌধুরী (কন্ঠসংগীত) সিরাজুল ইসলাম ভোলা (লোকসংস্কৃতি), মুজিবুর রহমান মুজিব (সৃজনশীল সাংস্কৃতিক গবেষক), ইন্দ্রজিৎ দেব (সৃজনশীল সাংস্কৃতিক গবেষক), মো. আব্দুস সহীদ (লোক সংস্কৃতি), মো. তাজুল ইসলাম (নাট্যকলা) ও নাদিরা আক্তার (কণ্ঠশিল্পী)।
 
                             
																			


















