মৌলভীবাজার ডিবির অভিযানে ইয়াবাসহ আটক – ২
![](https://newssitedesign.com/newspaperpro/wp-content/themes/newspaper-pro/assets/images/reporter.jpg)
- আপডেট সময় ০৩:০৭:৫৮ অপরাহ্ন, শনিবার, ২৯ জুন ২০২৪
- / ১০৯২ বার পড়া হয়েছে
![](https://moulvibazar24.com/wp-content/uploads/2023/11/Rahat-rakib-tea.jpg)
বিশেষ প্রতিনিধিঃ মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার (ডিবি) বিশেষ অভিযানে ৩২০ পিস ইয়াবাসহ মিনার মিয়া (৬২) এবং মিরাজ মিয়া (মেহরাজ) ৫৫ নামে দুইজনকে আটক করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে (২৭ জুন) সকালে মৌলবীবাজার সদর থানাধীন ইজরাপাড়া (পূর্ব কাগাবালা) গ্রামের জনৈক নাছির মিয়ার নির্মানাধীন বাড়ির সামনে থেকে মিনার মিয়াকে আটক করা হয়। এসময় আটককৃত ব্যক্তিকে তল্লাশী করে তার পরনে থাকা পাঞ্জাবীর পকেট থেকে ৯০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
পরবর্তীতে আটককৃত মিনার মিয়ার তথ্যের ভিত্তিতে তার বাড়িতে তল্লাশি করে ঘরের খাটের সাইড বক্সের ভিতরে সাদা টেপ দিয়ে মোড়ানো অবস্থায় মোট ২৩০ পিসসহ মোট ৩২০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
অভিযানে নেতৃত্বদানকারী এসআই তোফাজ্জল ইসলাম জানান, ‘আটককৃত মিনার মিয়াকে জিজ্ঞাসাবাদে আমরা জানতে পারি শ্রীমঙ্গলের জনৈক মিরাজ মিয়ার কাছ থেকে সে এই ইয়াবাগুলো ক্রয় করেন এবং বিকাশের মাধ্যমে সেই টাকা পরিশোধ করেন।মোবাইল কললিস্ট ও বিকাশ লেনদেনের তথ্য যাচাই করে সত্যতা পেলে গতকাল (২৮ জুন) রাতে শ্রীমঙ্গল থানাধীন সিন্দুরখান ইউনিয়নের কুঞ্জবন এলাকায় অভিযান পরিচালনা করে মিরাজ মিয়া মেহেরাজকে আটক করা হয়। মিরাজ মিয়া এবং তার ছেলে ভারত সীমান্ত থেকে দীর্ঘদিন যাবত ইয়াবা সংগ্রহ করে শ্রীমঙ্গলসহ মৌলভীবাজারের বিভিন্ন এলাকায় এগুলো বিক্রি করে আসছিল ।’
জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ আশরাফুল ইসলাম জানান, ’আটককৃত ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী এবং তাদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। ইয়াবা উদ্ধারের ঘটনায় আটককৃত দুজন এবং পলাতক এক ব্যাক্তির বিরুদ্ধে মৌলভীবাজার সদর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
![](https://moulvibazar24.com/wp-content/uploads/2022/12/Untitled-6-×-4-in.gif)