মৌলভীবাজার প্রশাসকের রাজস্ব শাখায় নবীনবরণ ও ঈদ পুনর্মিলনী
- আপডেট সময় ১২:৩৮:৩৫ অপরাহ্ন, শনিবার, ৩০ জুলাই ২০২২
- / ৫১১ বার পড়া হয়েছে
মৌলভীবাজার২৪ ডেস্কঃ মৌলভীবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের রাজস্ব শাখায় নবযোগদানকৃত সহকর্মীদের নিয়ে বাংলাদেশ ভূমি প্রশাসন সহকারী সমিতি, মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে নবীনবরণ ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান সম্পন্ন হয়।
শনিবার ৩০ জুলাই শহরের আর. এস. কায়রান হোটেল এন্ড রেস্টুরেন্টে নবীনবরণ ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান সম্পন্ন হয়।
সমিতির যুগ্ম সম্পাদক সালমান বখশ এর সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি জনাব সব্যসাচী রায়।
এছাড়াও বক্তব্য রাখেন সমিতির সহঃ সভাপতি সিতু বকত, সাংগঠনিক সম্পাদক মানসুরুল আলম, মহিলা বিষয়ক সম্পাদক আফিকুন নাহার খানম, অর্থ সম্পাদক এনামুল হক, সদস্য মোহাম্মদ আব্দুল বাছির, সৈয়দ মোত্তাকিন বিল্লাহ, সঞ্জিত চন্দ্র রায়, আব্দুর রহমান, রিমঝিম সেন প্রমুখ।
বক্তব্যে বক্তারা সততা ও নিষ্ঠার সাথে জনসাধারণের সেবার জন্য দিকনির্দেশনা প্রদান করেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন শেখ সুলতান আহমেদ ইব্রাহিম, গীতা পাঠ করেন সুমন ভট্টাচার্য। নবীন সহকর্মীদের ফুল দিয়ে বরণ করেন আফিকুন নাহার খানম ও আলী হোসেন যুবরাজ। উপহার বিতরণ ও প্রীতিভোজের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।