ব্রেকিং নিউজ
মৌলভীবাজার বরাক নদী থেকে শিশুর মৃতদেহ উদ্ধার
![](https://newssitedesign.com/newspaperpro/wp-content/themes/newspaper-pro/assets/images/reporter.jpg)
নিজস্ব সংবাদ :
- আপডেট সময় ০৪:২০:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৪ জুন ২০২৪
- / ৫৯৩ বার পড়া হয়েছে
![](https://moulvibazar24.com/wp-content/uploads/2023/11/Rahat-rakib-tea.jpg)
মৌলভীবাজার২৪ ডেস্কঃ মৌলভীবাজার সদর উপজেলার বারাক নদী থেকে আজিজুল (৬) নামে এক শিশুর মৃতদেহ উদ্ধার করেছে ডুবুরিয়া দল।
সোমবার (২৪ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে তার মৃত উদ্ধার করা হয়। আজিজুল খলিলপুর ইউনিয়নের লামুয়া গ্রামের মুহিবুর রহমানোর ছেলে।
স্থানীয়রা জানান আজ সকালে আজিজুল
বরাক নদীতে সাকু পাড় হতে গিয়ে পড়ে যায় তখন স্থানীয় লোকজন খোঁজাখোজি করলে তার কোন সন্ধান পাওয়া যায় না পরে ডুবুরিয়া দল এসে উদ্ধার কাজ চালালে দুপুরের দিকে তার মৃতদেহটি উদ্ধার করা হয়।
আজিজুলের ফুফাত ভাই জাবেদ আহমদ মৌলভীবাজার২৪ ডট কমকে বিষয়টি নিশ্চিত করেন।
![](https://moulvibazar24.com/wp-content/uploads/2022/12/Untitled-6-×-4-in.gif)
ট্যাগস :