মৌলভীবাজার বিপুল পরিমাণ ভারতীয় মদসহ আটক-১
- আপডেট সময় ০৫:০৬:২৫ অপরাহ্ন, সোমবার, ১৮ মার্চ ২০২৪
- / ৯২৩ বার পড়া হয়েছে

মৌলভীবাজার২৪ ডেস্কঃ মৌলভীবাজার বড়লেখা উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন জাতের ভারতীয় ব্র্যান্ডের মদসহ রাখাল দাস (৫০) কে আটক করা হয়েছে।
সোমবার (১৮ মার্চ) দুপুরে উপজেলার দাসের বাজার ইউনিয়নের গোবিন্দ্রপুর গ্রাম থেকে তার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। রাখাল দাস দাসের বাজার ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের নগেন্দ্র দাসের ছেলে।
গোপন সংবাদের ভিত্তিতে মৌলভীবাজার মাদকদ্রব্য কার্যালয়ের পরিদর্শক অমর কুমার সেন এর নেতৃত্বে অভিযান চালিয়ে ভারতীয় অফিসার্স চেয়জ ৬৪ বোতল, ম্যাকডুয়েল ২০ বোতাল,ম্যাকডুয়েল বড় সাইজ ৪ বোতল,ম্যাজিক মুমেন্ট ১৩ বোতল তাবে আটক করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ২ লক্ষ টাকা।
মৌলভীবাজার মাদকদ্রব্য কার্যালয়ের পরিদর্শক অমর কুমার সেন বিষয়টি নিশ্চিত করে জানান রাখালের বিরুদ্ধে মাদকদ্রব্যের নিয়ন্ত্রণে মামলার প্রস্তুতি চলছে। সে দীর্ঘদিন যাবত মৌলভীবাজার জেলার বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা করে আসছিল।

















