মৌলভীবাজার বিভিন্ন হত্যা মামলার অগ্রগতি ও পর্যালোচনা সভা
![](https://newssitedesign.com/newspaperpro/wp-content/themes/newspaper-pro/assets/images/reporter.jpg)
- আপডেট সময় ০৯:১৯:২১ পূর্বাহ্ন, সোমবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৩
- / ৩৩৬ বার পড়া হয়েছে
![](https://moulvibazar24.com/wp-content/uploads/2023/11/Rahat-rakib-tea.jpg)
বিশেষ প্রতিনিধিঃ মৌলভীবাজার জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে হত্যা মামলার অগ্রগতি নিয়ে পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৩ ফেব্রুয়ারি) সকারে অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এন্ড অপস) সুদর্শন কুমার রায় উক্ত পর্যালোচনা সভার সভাপতিত্ব করেন।
মৌলভীবাজার জেলা পুলিশ আয়োজিত আজকের পর্যালোচনা সভায় মৌলভীবাজার জেলার বিভিন্ন থানায় রুজুকৃত হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তাদের সাথে মামলা তদন্তের অগ্রগতি নিয়ে আলোচনা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার সুদর্শন কুমার রায় হত্যা মামলার নথিপত্র পর্যালোচনা করেন এবং বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।
আজকের পর্যালোচনা সভায় আরো উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) শহিদুল হক মুন্সী, পুলিশ পরিদর্শক (সদর কোর্ট) মোঃ ইউনুস আলী, পুলিশ পরিদর্শক ক্যশৈনু (অপরাধ শাখা), জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ আশরাফুল ইসলাম, বিভিন্ন থানার পুলিশ পরিদর্শকগণ(তদন্ত) এবং মামলার তদন্তকারী অফিসারবৃন্দ।
![](https://moulvibazar24.com/wp-content/uploads/2022/12/Untitled-6-×-4-in.gif)