মৌলভীবাজার ভোররাতে আর্জেন্টিনা সমর্থকদের উল্লাস
![](https://newssitedesign.com/newspaperpro/wp-content/themes/newspaper-pro/assets/images/reporter.jpg)
- আপডেট সময় ০৪:১২:০১ পূর্বাহ্ন, রবিবার, ২৭ নভেম্বর ২০২২
- / ৬৫৬ বার পড়া হয়েছে
![](https://moulvibazar24.com/wp-content/uploads/2023/11/Rahat-rakib-tea.jpg)
বিশেষ প্রতিনিধিঃ ফুটবল বিশ্বকাপ এলেই আনন্দে মেতে ওঠেন বাংলাদেশের সমর্থকরা। কাতারে বিশ্বকাপ শুরুর পর থেকে ফুটবলের উত্তেজনায় কাঁপছে গোটা দেশ। এবারের বিশ্বকাপে মেক্সিকোকে হারিয়ে প্রথম জয়ের উচ্ছ্বাসে মৌলভীবাজার শহরে আনন্দ মিছিল করেছে আর্জেন্টিনার সমর্থকরা।
রবিবার (২৭ নভেম্বর) মধ্যরাতে কাতারের দোহার লুসাইল স্টেডিয়ামে আর্জেন্টিনা ও মেক্সিকোর মধ্যকার খেলা অনুষ্ঠিত হয়। এ সময় খেলায় আর্জেন্টিনা কাছে ২-০ গোলে পরাজিত হয় মেক্সিকো।
এদিকে খেলা শেষে শহরের বিভিন্ন এলাকা থেকে খন্ড খন্ড মিছিল বের করে আর্জেন্টিনার সমর্থকেরা। আনন্দ মিছিলটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চৌমোহনা গিয়ে শেষ হয়।
বিশ্বকাপে মেক্সিকোর বিরুদ্ধে বিজয়ের পর আর্জেন্টিনা সমর্থকেরা হই-হুল্লোড়ে মেতে ওঠেন। আর্জেন্টিনা আর মেসির সমর্থনে দেয়া শ্লোগানে মুখরিত হয়ে ওঠে শহরের চৌমোহনা চত্বর। প্রিয় দল আর্জেন্টিনা বিশ্ব চ্যাম্পিয়ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন সমর্থকরা।
এসময় দেখা যায়, আর্জেন্টিনার সমর্থকদের হাতে বাংলাদেশের জাতীয় পতাকার পাশাপাশি আর্জেন্টিনার পতাকা, ব্যানার, ফেস্টুন নিয়ে উচ্ছ্বাস আর মটরসাইকেলের হর্ণের আওয়াজ তুলে উন্মাদনায় মেতে ওঠেন আর্জেন্টিনার সমর্থকরা।
মিছিলে আগতরা জানান, বরাবরের মতো ফেভারিটের তকমা নিয়ে আর্জেন্টিনা নিজেদের প্রথম ম্যাচে সৌদিআরবের বিপক্ষে বিশ্বকাপ মিশনের শুরুতেই হোঁচট খেলেও আর্জেন্টিনা দ্বিতীয় খেলায় মেক্সিকোর বিরুদ্ধে জয়ের স্বাদ পায়।
আর্জেন্টিনার সমর্থক রাহেল, আফজল, আব্দুর রব বলেন, ‘আর্জেন্টিনার ভক্তরা রাস্তায় নেমেছে দলের বিজয়কে স্বাগত জানাতে। প্রিয়দল এবার মেসির নেতৃত্বে শিরোপা ঘরে তুলবে আমাদের এই প্রত্যাশা।’
![](https://moulvibazar24.com/wp-content/uploads/2022/12/Untitled-6-×-4-in.gif)