ব্রেকিং নিউজ
মৌলভীবাজার মেধাবী শিক্ষার্থীদের ‘বঙ্গবন্ধু শিক্ষাবৃত্তি’ প্রদান
![](https://newssitedesign.com/newspaperpro/wp-content/themes/newspaper-pro/assets/images/reporter.jpg)
নিজস্ব সংবাদ :
- আপডেট সময় ০৭:৪৬:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জুন ২০২৩
- / ৫৯৬ বার পড়া হয়েছে
![](https://moulvibazar24.com/wp-content/uploads/2023/11/Rahat-rakib-tea.jpg)
মৌলভীবাজার২৪ ডেস্কঃ ‘সোনার বাংলা গড়তে হলে সোনার মানুষ চাই’ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বানীকে সামনে রেখে মৌলভীবাজার পৌর সভার ১২টি শিক্ষা প্রতিষ্ঠানের ১শ১২ জন মেধাবী প্রত্যেক শিক্ষার্থীকে ২ হাজার টাকাএকটি বঙ্গবন্ধুর জীবনিএকটি বই ও সনদ বিতরণ করা হয়েছে।
শনিবার (২৪ জুন) দুপুরে জেলা প্রশাসনের আয়োজনে শিল্পকলা মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
![](https://moulvibazar24.com/wp-content/uploads/2023/06/355392774_3434051373479451_5920895433988830578_n-300x173.jpg)
সহকারী কমিশনার মলি আক্তার এর সঞ্চালনায় ও জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম এর সভাপতিত্বে। প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন,স্থানীয় সংসদ সদস্য নেছার আহমদ এমপি।
বিশেষ অতিথি হিসিবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রভাংশু সোম মহান,জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মছবাহুর রহমান,অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহাম্মদ মহসিন,পৌর মেয়র মোঃ ফজলুর রহমান,জেলা শিক্ষা অফিসার মোঃ ফজলুর রহমান।
![](https://moulvibazar24.com/wp-content/uploads/2022/12/Untitled-6-×-4-in.gif)
ট্যাগস :