মৌলভীবাজার রাজনীতিতে প্রথম তৃতীয় লিঙ্গের ছাত্রনেত্রী জারা ইসলাম
- আপডেট সময় ১১:৪৯:৫৯ অপরাহ্ন, শনিবার, ১১ মে ২০২৪
- / ৯০১ বার পড়া হয়েছে
মৌলভীবাজার২৪ ডেস্ক বাংলাদেশ ছাত্র ইউনিয়ন মৌলভীবাজার জেলার সহকারী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন তৃতীয় লিঙ্গের জারা ইসলাম। তিনি মৌলভীবাজার ছাত্র রাজনীতির ইতিহাসে প্রথম তৃতীয় লিঙ্গের ছাত্র নেতা।
শুক্রবার (১০ মে) বাংলাদেশ ছাত্র ইউনিয়ন,মৌলভীবাজার জেলা সংসদের ২৯তম কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক মাহির শাহরিয়ার রেজার উপস্থিতিতে কাউন্সিল অধিবেশনে সর্বসম্মতিক্রমে সভাপতি নির্বাচিত হন প্রশান্ত কৈরী এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হন প্রিন্স রায় পিয়াস। ১৭ সদস্য বিশিষ্ট কমিটিতে সহকারী সাধারণ সম্পাদক নির্বাচিত হন ছাত্রনেতা জারা ইসলাম।
বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ভাষা আন্দোলনের অগ্নীগর্ভ থেকে জন্ম নিয়ে দেশের সকল ছাত্র আন্দোলনে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি তৃতীয় লিঙ্গের অধিকারসহ গণতান্ত্রিক বিভিন্ন সংগ্রামে নতুন নতুন ইতিহাস রচনা করেছে। জারা ইসলামকে মৌলভীবাজার জেলার সহকারী সাধারণ সম্পাদক নির্বাচিত করা প্রগতিশীল ছাত্র আন্দোলনের নতুন অধ্যায়।
জারা ইসলাম শ্রীমঙ্গল সরকারি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষার্থী।