ঢাকা ০২:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬, ১৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
নির্বাচিত হলে রাস্তাঘাট সংস্কার, শমসেরনগর বিমানবন্দর ও ঢাকা–শ্রীমঙ্গল স্পেশাল ট্রেন চালুর প্রতিশ্রুতি….প্রধান নির্বাচনী কার্যালয় উদ্বোধনকালে.. নাসের রহমান কৃষক কার্ড–ফ্যামেলি কার্ডের মাধ্যমে গ্রামীণ উন্নয়ন ত্বরান্বিত করবে বিএনপি: এম নাসের রহমান এশিয়ার মধ্যে প্রথমবার ১৬ রূপে সরস্বতী পূজা* শ্রীমঙ্গলের লালবাগে ঐতিহাসিক অনুষ্ঠান জুলাই সনদ বাস্তবায়ন করতে হলে গনভোট হ্যাঁ জয় যুক্ত করতে হবে… সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদার আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল ফ্যামিলি কার্ডের মাধ্যমে সরকারের সকল সুবিধা এক জায়গায় নিয়ে আসতে চায় বিএনপি – এম নাসের রহমান মৌলভীবাজার–৩ আসনে দেয়ালঘড়ি প্রতীকের প্রার্থীর গণসংযোগ বাড়ির পাশে পরিত্যক্ত গ্রেনেড উদ্ধার শাহবাজপুর নাটিটিলা থেকে অভিযান চালিয়ে ভারতীয় পাইপ গান দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে বিজিবি বিএনপির পরিকল্পনায় প্রতিদ্বন্দ্বীরা ‘কান্নাকাটি’ করছে: এম নাসের রহমান

মৌলভীবাজার সর্বোচ্চ দর দাতা হয়েও খাজনা দিতে পারছে সূর্যমুখী মৎসজীবি সমবায় সমিতির

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৩:৫৪:৪৭ অপরাহ্ন, বুধবার, ৭ সেপ্টেম্বর ২০২২
  • / ৪৪৬ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি: সর্বোচ্চ দর দাতা হয়েও সরকারের খাজনা দিতে না পেরে সংবাদ সম্মেলন করেছেন মৌলভীবাজারের শ্রীমঙ্গলের সূর্যমুখী মৎসজীবি সমবায় সমিতির সদস্যরা।

বুধবার বিকেলে শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে সংগঠনের সভাপতি মো: আনোয়ার হোসেন তার লিথিত বক্তব্যে বলেন, শ্রীমঙ্গল উপজেলার  বিহাই বিল ও বিরাইর কাড়া জলমহল দুটি গত ৩১ আগষ্ট খাস আদায়ের জন্য দরপত্র গ্রহণ করা হয়।  তাদের সূর্যমুখী মৎসজীবি সমবায় সমিতি  বিধি মোতাবেক  এই দরপত্রে অংশ গ্রহণ করে দুটি বিলে ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা সর্বোচ্চ দর দাতা নির্বাচিত হয়।  কিন্তু অজ্ঞাত কারনে তাদের কাছ থেকে সরকারী রাজস্ব গ্রহণ না করে ভুমি অফিস  মামলার অজু হাত দেখাচ্ছে।

আনোয়ার হোসেন বলেন, যে মামলার বিষয়টি উল্লেখ করা হয়েছে তা তাদের লিজপ্রাপ্ত দাগের সাথে ও স্থানের সাথে মিল নেই।

তিনি বলেন, মামলায় উল্লেখ রয়েছে  বরুনা মৌজায়  কোন দাগ নং নেই শ্রেণী: বুরো রকম।  কিন্তু  তারা যে জলমহাল লিজ নিয়েছেন তা হলো হাবিবপুর মৌজা, দাগ নং- ৪৮৮,৪৯১,৪৪২, ৮০৭ শ্রেণী জলমহাল । বিলের নাম  বিহাই বিল ও  বিয়াই কাড়া ।

তিনি বলেন, সরকার নিলাম আহবান করলে তারা ১ লক্ষ টাকা রাজস্ব দিয়ে দরপত্র পান। অন্যগুলো ২৫ হাজার টাকার নিচে। যারা রিট পিটিশন করেছে তারাও আবেদন করেছে। তাদের টাকা অনেক কম তাই তারা পায়নি। আর না পাওয়ায় আদালতে মামলা দেখিয়ে এটি তাদের হেফাজতে রাখতে চায়। এতে সরকার হারাবে রাজস্ব।

তিনি বলেন, তাদের রাজস্ব গ্রহনের জন্য তারা শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে লিখিত আবেদন করেছেন।

এ ব্যাপারে শ্রীমঙ্গল উপজেলা সহকারী কমিশনার ভূমি সন্দ্বীপ তালুকদার জানান, এই জলমহাল নিয়ে হাইকোটে মামলা রয়েছে বলে শুনেছেন। তাই এই বিষয়টি পর্যালোচনা করে বিষয়টি উর্ধতন কর্তৃপক্ষকে জানাবেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

মৌলভীবাজার সর্বোচ্চ দর দাতা হয়েও খাজনা দিতে পারছে সূর্যমুখী মৎসজীবি সমবায় সমিতির

আপডেট সময় ০৩:৫৪:৪৭ অপরাহ্ন, বুধবার, ৭ সেপ্টেম্বর ২০২২

বিশেষ প্রতিনিধি: সর্বোচ্চ দর দাতা হয়েও সরকারের খাজনা দিতে না পেরে সংবাদ সম্মেলন করেছেন মৌলভীবাজারের শ্রীমঙ্গলের সূর্যমুখী মৎসজীবি সমবায় সমিতির সদস্যরা।

বুধবার বিকেলে শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে সংগঠনের সভাপতি মো: আনোয়ার হোসেন তার লিথিত বক্তব্যে বলেন, শ্রীমঙ্গল উপজেলার  বিহাই বিল ও বিরাইর কাড়া জলমহল দুটি গত ৩১ আগষ্ট খাস আদায়ের জন্য দরপত্র গ্রহণ করা হয়।  তাদের সূর্যমুখী মৎসজীবি সমবায় সমিতি  বিধি মোতাবেক  এই দরপত্রে অংশ গ্রহণ করে দুটি বিলে ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা সর্বোচ্চ দর দাতা নির্বাচিত হয়।  কিন্তু অজ্ঞাত কারনে তাদের কাছ থেকে সরকারী রাজস্ব গ্রহণ না করে ভুমি অফিস  মামলার অজু হাত দেখাচ্ছে।

আনোয়ার হোসেন বলেন, যে মামলার বিষয়টি উল্লেখ করা হয়েছে তা তাদের লিজপ্রাপ্ত দাগের সাথে ও স্থানের সাথে মিল নেই।

তিনি বলেন, মামলায় উল্লেখ রয়েছে  বরুনা মৌজায়  কোন দাগ নং নেই শ্রেণী: বুরো রকম।  কিন্তু  তারা যে জলমহাল লিজ নিয়েছেন তা হলো হাবিবপুর মৌজা, দাগ নং- ৪৮৮,৪৯১,৪৪২, ৮০৭ শ্রেণী জলমহাল । বিলের নাম  বিহাই বিল ও  বিয়াই কাড়া ।

তিনি বলেন, সরকার নিলাম আহবান করলে তারা ১ লক্ষ টাকা রাজস্ব দিয়ে দরপত্র পান। অন্যগুলো ২৫ হাজার টাকার নিচে। যারা রিট পিটিশন করেছে তারাও আবেদন করেছে। তাদের টাকা অনেক কম তাই তারা পায়নি। আর না পাওয়ায় আদালতে মামলা দেখিয়ে এটি তাদের হেফাজতে রাখতে চায়। এতে সরকার হারাবে রাজস্ব।

তিনি বলেন, তাদের রাজস্ব গ্রহনের জন্য তারা শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে লিখিত আবেদন করেছেন।

এ ব্যাপারে শ্রীমঙ্গল উপজেলা সহকারী কমিশনার ভূমি সন্দ্বীপ তালুকদার জানান, এই জলমহাল নিয়ে হাইকোটে মামলা রয়েছে বলে শুনেছেন। তাই এই বিষয়টি পর্যালোচনা করে বিষয়টি উর্ধতন কর্তৃপক্ষকে জানাবেন।