মৌলভীবাজারে আন্ত: কলেজ ফুটবল টূর্ণামেন্ট শুরু
- আপডেট সময় ০৭:২৯:১৮ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫
- / ২ বার পড়া হয়েছে

মৌলভীবাজার২৪ ডেস্কঃ মৌলভীবাজারে আন্ত: কলেজ ফুটবল টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্ধোধন করা হয়েছে।
বুধবার (৩রা ডিসেম্বর) বুদবার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের এবং ক্রীড়া পরিদপ্তরের সার্বিক নিদের্শেনায় জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে মৌলভীবাজার এম, সাইফুর রহমান ষ্টেডিয়ামে এ টুন্টামেন্টের উদ্ভোধন করেন জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাবেল।
মৌলভীবাজার সরকারি কলেজ ফুটবল দল বনাম এম,এ গনি কলেজ ফুটবলদল কুলাউড়া উপজেলা মধ্যকার ম্যাচ দিয়ে মৌলভীবাজার এম,সাইফুর রহমান স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়।
উদ্ভোদণী খেলায় মৌলভীবাজার সরকারি কলেজ ফুটবল ৪-০ গোলে এম এ গনি কলেজ কুলউড়াকে পরাজিত কওে। আন্ত: কলেজ ফুটবল টুর্নামেন্টে জেলা ১২টি কলেজের ফুটবল দল অংশ গ্রহন করছে। আগামী ৬ডিস্ম্বেও ফাইনাল খেলা একই ভেনুতে অনুষ্টিত হবে।
উদ্ভোধনী অনুষ্ঠানে বাংলাদেশ ফুটবল ফেডারেশন মৌলভীবাজার জেলা শাখার রায়হান আহমদ,জেলা ক্রীড়া কর্মকর্তা মাজহারুল মজিদ জেলা ও উপজেলার ক্রীড়া সংস্থার সদসগন উপস্থিত ছিলেন।









