ব্রেকিং নিউজ
মৌলভীবাজারে আর্জেন্টিনার জয়ে গভীর রাতে বাধভাঙা উচ্ছ্বাস
নিজস্ব সংবাদ :
- আপডেট সময় ০৪:০২:১৬ পূর্বাহ্ন, বুধবার, ১৪ ডিসেম্বর ২০২২
- / ৯৮০ বার পড়া হয়েছে
মৌলভীবাজার২৪ ডেস্ক: বিশ্বকাপ ট্রফি জয়ের লক্ষ্যে আবারো বিশ্বকাপের ফাইনালে উঠলো আর্জেন্টিনা। গতবারের সেমিফাইনালিস্ট ক্রোয়েশিয়াকে কোনরকম ছাড় না দিয়ে মেসি এবং আলভারেজ জাদুতে ৩-০ গোলের ব্যবধানে হারিয়েছে মেসিরা। আর্জেন্টিনার এই ঐতিহাসিক জয়ে মৌলভীবাজারে গভীর রাতেও রাস্তায় নেমে আনন্দ-উল্লাসে মেতে উঠেছেন মেসিভক্তরা।
মঙ্গলবার দিবাগত গভীর রাতে সারা শহরের পথ, অলি-গলি যেন আর্জেন্টিনা সমর্থকদের দখলে। রাত সাড়ে ৩টায়ও আর্জেন্টিনার ফুটবল দলের সমর্থকেরা মিছিল ও মোটরসাইকেল শোভাযাত্রা করছেন। মিছিল ও শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা বাজাচ্ছেন ভেপু, উড়াচ্ছেন আর্জেন্টিনার পতাকা।
শহরের প্রধান প্রধান সড়ক ছাড়াও বিভিন্ন গ্রাম ও অলিগলিতে মিছিল বের করেছেন মেসিভক্তরা। আর্জেন্টিনা ফুটবল দলের জার্সি পরে শত শত সমর্থক এসব মিছিল ও মোটরসাইকেল শোভাযাত্রায় অংশ নিয়েছেন।
ট্যাগস :