ঢাকা ০১:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ২০ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ, বৌদ্ধ, খ্রিস্টান কল্যান ফ্রন্ট আহবায়ক এড.রুনু সদস্য সচিব শ্যামলী নানা আয়োজনে মৌলভীবাজারে এনটিভি’র ২৩ বছরে পদার্পন শ্রীমঙ্গল ২৩ জনকে বাংলাদেশে ঠেলে পাঠিয়েছে বিএসএস মৌলভীবাজার সীমান্ত দিয়ে আরও ৪৮ জনকে পুশইন করলো বিএসএফ  আসামিকে জামিনের প্রলোভনে টাকা আত্মসাতের অভিযোগে প্রতারক গ্রে/ফ/তা/র ইউএনডিপির স্টোরি টেলিং অ্যাওয়ার্ড জিতলেন মৌলভীবাজারের সিপন দেব গ্রীন মৌলভীবাজার গড়ার লক্ষ্যে জেলা প্রশাসনের ১ লক্ষ বৃক্ষ রোপন কর্মসূচি ATN বাংলা ইউকে প্রতিদিন হলেন মৌলভীবাজার শাওন মৌলভীবাজার সড়ক দু/র্ঘ/ট/না/য় পৌরসভার কর্মচারী নি/হ/ত ৪৪তম বিসিএস পুলিশ ক্যাডারের পরীক্ষায় সারা দেশের মধ্যে প্রথমস্থান অর্জন করেছে জুড়ীর ছেলে

মৌলভীবাজারে আর্জেন্টিনা সমর্থকদের আনন্দ উচ্ছ্বাস

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৪:৫৯:২২ পূর্বাহ্ন, রবিবার, ৪ ডিসেম্বর ২০২২
  • / ৫৯৭ বার পড়া হয়েছে

পুলক পুরকায়স্থ- শুরু হয়েছে বিশ্বকোষ ফুটবলের শেষ ষোলোর নকআউটের লড়াই। আর প্রথম দিনের দ্বিতীয় ম্যাচে প্রতিপক্ষ অস্ট্রেলিয়াকে হারিয়ে আর্জেন্টিনা কোয়ার্টার ফাইনালে স্থান করে নেওয়ায়, মৌলভীবাজারে রাতের নিরবতা ভেঙ্গে মেসি ভক্তরা বাঁধভাঙা উল্লাসে মেতে উঠেন। এ সময় নাচ-গান, বাঁশি আর আতশবাজির শব্দে শহরের বিভিন্ন সড়ক মুখরিত করে তোলেন তারা।

রবিবার (৪ ডিসেম্বর) মধ্যরাতে কাতারের আহমদ বিন আলি স্টেডিয়ামে নকআউট পর্বের আর্জেন্টিনা ও অস্ট্রেলিয়ার মধ্যকার খেলা অনুষ্ঠিত হয়। এ সময় খেলায় আর্জেন্টিনা কাছে ২-১ গোলে পরাজিত হয় অস্ট্রেলিয়া।

এর আগে, শনিবার (৩ ডিসেম্বর) রাতে সরেজমিনে দেখা যায়, মৌলভীবাজার শহরের পৌর জনমিলন কেন্দ্র, জেলা পরিষদ ক্যাম্পাস, সেন্ট্রালরোড, সৈয়ারপুর, টিসিমার্কেট, কুসুমবাগসহ বিভিন্ন স্থানে টিভি, প্রজেক্টর, এলইডি স্ক্রিনে খেলা দেখার ব্যবস্থা করেছে স্থানীয়রা। আর রাতের ম্যাচ ঘিরে মৌলভীবাজারের আর্জেন্টিনা সমর্থকরা ছিলেন উচ্ছ্বসিত। সেই খেলায় আর্জেন্টিনা জয়ী হউক এমন প্রত্যাশা ছিল তাদের।

এদিকে খেলার শেষ বাঁশির সঙ্গেই শহরের বিভিন্ন এলাকা থেকে খন্ড খন্ড মিছিল বের করে আর্জেন্টিনার সমর্থকেরা। মিছিলটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চৌমোহনা চত্বরে গিয়ে শেষ হয়।

নকআউট পর্বে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিজয়ের পর আর্জেন্টিনা সমর্থকেরা হই-হুল্লোড়ে মেতে ওঠেন। আর্জেন্টিনা আর মেসির সমর্থনে দেয়া শ্লোগানে মুখরিত হয়ে ওঠে শহরের চৌমোহনা চত্বর। প্রিয় দল আর্জেন্টিনা বিশ্ব চ্যাম্পিয়ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন সমর্থকরা।

মিছিলে আগত মেসি ভক্তরা বলছেন, মেসি জাতীয় দলের হয়ে এক হাজারতম ম্যাচে গোল করলেন। নিজে জ্বলে উঠে দলকে কোয়ার্টার ফাইনালে জায়গা করে দিয়েছেন। আজকের দিন স্মরণীয় হয়ে থাকবে।

প্রথম ম্যাচে অপ্রত্যাশিতভাবে হারার পর অনেকের সমালোচনা আর ট্রলের শিকার হতে হয়েছে জানিয়ে শিক্ষার্থী রাকিবুল ও মাহি খাঁন বলেন, ‘আজকে ম্যাচে আর্জেন্টিনা দুর্দান্ত খেলেছে। তারা তাদের সেরাটা খেলে অস্ট্রেলিয়ার সাথে জয় পেয়েছে।’

মেসি ভক্ত কয়ছর আহমদ বলেন, ‘এবার মেসির নেতৃত্বে শিরোপা ঘরে তুলবে আর্জেন্টিনা, আমাদের এই প্রত্যাশা।’

আর্জেন্টিনার সমর্থক নুরুল ইসলাম জামাল জানান, আজকের ম্যাচে লিওনেল মেসি জ্বলে উঠেছেন, গোলও পেয়েছেন। এই জয়ে বাঁধভাঙা উচ্ছ্বাসে মেতেছেন তার সমর্থকেরা। তাই আমরা রাস্তায় নেমেছি প্রিয় দলের বিজয়কে স্বাগত জানাত।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

মৌলভীবাজারে আর্জেন্টিনা সমর্থকদের আনন্দ উচ্ছ্বাস

আপডেট সময় ০৪:৫৯:২২ পূর্বাহ্ন, রবিবার, ৪ ডিসেম্বর ২০২২

পুলক পুরকায়স্থ- শুরু হয়েছে বিশ্বকোষ ফুটবলের শেষ ষোলোর নকআউটের লড়াই। আর প্রথম দিনের দ্বিতীয় ম্যাচে প্রতিপক্ষ অস্ট্রেলিয়াকে হারিয়ে আর্জেন্টিনা কোয়ার্টার ফাইনালে স্থান করে নেওয়ায়, মৌলভীবাজারে রাতের নিরবতা ভেঙ্গে মেসি ভক্তরা বাঁধভাঙা উল্লাসে মেতে উঠেন। এ সময় নাচ-গান, বাঁশি আর আতশবাজির শব্দে শহরের বিভিন্ন সড়ক মুখরিত করে তোলেন তারা।

রবিবার (৪ ডিসেম্বর) মধ্যরাতে কাতারের আহমদ বিন আলি স্টেডিয়ামে নকআউট পর্বের আর্জেন্টিনা ও অস্ট্রেলিয়ার মধ্যকার খেলা অনুষ্ঠিত হয়। এ সময় খেলায় আর্জেন্টিনা কাছে ২-১ গোলে পরাজিত হয় অস্ট্রেলিয়া।

এর আগে, শনিবার (৩ ডিসেম্বর) রাতে সরেজমিনে দেখা যায়, মৌলভীবাজার শহরের পৌর জনমিলন কেন্দ্র, জেলা পরিষদ ক্যাম্পাস, সেন্ট্রালরোড, সৈয়ারপুর, টিসিমার্কেট, কুসুমবাগসহ বিভিন্ন স্থানে টিভি, প্রজেক্টর, এলইডি স্ক্রিনে খেলা দেখার ব্যবস্থা করেছে স্থানীয়রা। আর রাতের ম্যাচ ঘিরে মৌলভীবাজারের আর্জেন্টিনা সমর্থকরা ছিলেন উচ্ছ্বসিত। সেই খেলায় আর্জেন্টিনা জয়ী হউক এমন প্রত্যাশা ছিল তাদের।

এদিকে খেলার শেষ বাঁশির সঙ্গেই শহরের বিভিন্ন এলাকা থেকে খন্ড খন্ড মিছিল বের করে আর্জেন্টিনার সমর্থকেরা। মিছিলটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চৌমোহনা চত্বরে গিয়ে শেষ হয়।

নকআউট পর্বে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিজয়ের পর আর্জেন্টিনা সমর্থকেরা হই-হুল্লোড়ে মেতে ওঠেন। আর্জেন্টিনা আর মেসির সমর্থনে দেয়া শ্লোগানে মুখরিত হয়ে ওঠে শহরের চৌমোহনা চত্বর। প্রিয় দল আর্জেন্টিনা বিশ্ব চ্যাম্পিয়ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন সমর্থকরা।

মিছিলে আগত মেসি ভক্তরা বলছেন, মেসি জাতীয় দলের হয়ে এক হাজারতম ম্যাচে গোল করলেন। নিজে জ্বলে উঠে দলকে কোয়ার্টার ফাইনালে জায়গা করে দিয়েছেন। আজকের দিন স্মরণীয় হয়ে থাকবে।

প্রথম ম্যাচে অপ্রত্যাশিতভাবে হারার পর অনেকের সমালোচনা আর ট্রলের শিকার হতে হয়েছে জানিয়ে শিক্ষার্থী রাকিবুল ও মাহি খাঁন বলেন, ‘আজকে ম্যাচে আর্জেন্টিনা দুর্দান্ত খেলেছে। তারা তাদের সেরাটা খেলে অস্ট্রেলিয়ার সাথে জয় পেয়েছে।’

মেসি ভক্ত কয়ছর আহমদ বলেন, ‘এবার মেসির নেতৃত্বে শিরোপা ঘরে তুলবে আর্জেন্টিনা, আমাদের এই প্রত্যাশা।’

আর্জেন্টিনার সমর্থক নুরুল ইসলাম জামাল জানান, আজকের ম্যাচে লিওনেল মেসি জ্বলে উঠেছেন, গোলও পেয়েছেন। এই জয়ে বাঁধভাঙা উচ্ছ্বাসে মেতেছেন তার সমর্থকেরা। তাই আমরা রাস্তায় নেমেছি প্রিয় দলের বিজয়কে স্বাগত জানাত।