ব্রেকিং নিউজ
মৌলভীবাজারে কলেজছাত্রী নিখোঁজ না অপহৃত ?
![](https://newssitedesign.com/newspaperpro/wp-content/themes/newspaper-pro/assets/images/reporter.jpg)
নিজস্ব সংবাদ :
- আপডেট সময় ০১:৪৫:১৬ অপরাহ্ন, রবিবার, ৪ ফেব্রুয়ারী ২০২৪
- / ১৭৭৯ বার পড়া হয়েছে
![](https://moulvibazar24.com/wp-content/uploads/2023/11/Rahat-rakib-tea.jpg)
মৌলভীবাজার২৪ ডেস্ক মৌলভীবাজারে শনিবার বিকেলে প্রিয়াঙ্কা দাস (২১) নামক এক কলেজ ছাত্রী রহস্যজনক ভাবে নিখোঁজ হয়েছে।
পরিবারের সদস্যারা বলছেন, মৌলভীবাজার শহর থেকে বাড়ি ফেরার পথে সে নিখোঁজ হয়। তাদের দাবি বিকেল সোয়া ৫ টায় প্রিয়াঙ্কা নিজের ফোন থেকে কল করে পরিবারের লোকজনকে জানায়,বাড়ি ফেরার জন্য সে একটি সিএনজি চালিত অটোরিকশায় উঠছে; এখন ড্রাইভার তাকে ভুল পথে নিয়ে যাচ্ছে। প্রিয়াঙ্কার ভাই আকাস দাস জানান, এরপর থেকে মেয়েটির মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে। তাদের ধারণা প্রিয়াঙ্কা অপহরণের শিকার।
জানা গেছে প্রিয়াঙ্কা জুড়ী উপজেলার কালনীগড় গ্রামের সন্তরণ দাসের কন্যা। এই ঘটনায় গত রাতে (জিডি নং ০৩/০২/২৪) সদর মডেল থানায় জিডি করা হয়েছে।
মৌলভীবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ ওসি নজরুল ইসলাম জিডি করার বিষয়টি নিশ্চিত করেন।
![](https://moulvibazar24.com/wp-content/uploads/2022/12/Untitled-6-×-4-in.gif)
ট্যাগস :