ব্রেকিং নিউজ
মৌলভীবাজারে গনপিটুনীতে নিহত এক আটক-৩
![](https://newssitedesign.com/newspaperpro/wp-content/themes/newspaper-pro/assets/images/reporter.jpg)
নিজস্ব সংবাদ :
- আপডেট সময় ০৩:২২:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর ২০২২
- / ১১৬৯ বার পড়া হয়েছে
![](https://moulvibazar24.com/wp-content/uploads/2023/11/Rahat-rakib-tea.jpg)
মৌলভীবাজার২৪ ডট কম: মৌলভীবাজার সদর উপজেলার গয়িসনগর ইউনিয়নের নিতেশ্বর গ্রামে চুরিরর অভিযোগে গণ পিটুনিতে সায়েম মিয়া (৩৫) নামের এক ব্যাক্তি নিহত হয়েছে।
বৃহস্পতিবার ভোর রাত ৪টার দিকে নিতেস্বর গ্রামের এ ঘটনাটি ঘটে।
সায়েম মিয়া সদর উপজেলার গিয়াসনগর ইউনিয়নের নিতেশ্বর গ্রামের রিয়াজ মিয়ার ছেলে।
খবর পেয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে আসে।
মৌলভীবাজার মডেল থানার ওসি ( অপরাশেন) মো: মশিউর রহমান জানান, নিহতের গায়ে আঘাতের চিহ্ন রয়েছে। বিষটি তদন্ত করে দেখা হচ্ছে।
![](https://moulvibazar24.com/wp-content/uploads/2022/12/Untitled-6-×-4-in.gif)
ট্যাগস :