মৌলভীবাজারে গাঁজাসহ আটক-১
![](https://newssitedesign.com/newspaperpro/wp-content/themes/newspaper-pro/assets/images/reporter.jpg)
- আপডেট সময় ০৭:৩২:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ২৩ জানুয়ারী ২০২৩
- / ৬৫৪ বার পড়া হয়েছে
![](https://moulvibazar24.com/wp-content/uploads/2023/11/Rahat-rakib-tea.jpg)
বিশেষ প্রতিনিধিঃ মৌলভীবাজার সদরে ৫ কেজি গাঁজাসহ হিরো ভুইয়া (২৬) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মৌলভীবাজার মডেল থানা পুলিশ।
মৌলভীবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ জানান, রোববার বিকেলে মৌলভীবাজার শহরে কিলো ডিউটি চলাকালীন সময়ে আমরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে, ঢাকা বাস স্ট্যান্ডের হবিগঞ্জ বাস মালিক সমিতি, মৌলভীবাজার শাখা নামক বাস কাউন্টারের সামনে একজন লোক বিপুল পরিমাণ মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। পরে এই সংবাদের সত্যতা যাচাইয়ের জন্য এসআই মাহবুবুল আলম সঙ্গীয় অফিসার ফোর্সসহ ঢাকা বাসস্ট্যান্ডে গিয়ে হিরো ভূঁইয়া নামে একজনকে আটক করে।
আটককৃত ব্যক্তি হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার দারাগাও গ্রামের স্বপন ভূঁইয়ার ছেলে।
পরে আসামির কাঁধে থাকা ব্যাগ তল্লাশি করে পলিথিনে মোড়ানো আলাদা আলাদা ৫ প্যাকেটে মোট ৫ কেজি গাঁজা উদ্ধার কর হয়, যার আনুমানিক বাজার মূল্য প্রায় এক লাখ টাকা।
এ ঘটনায় আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মৌলভীবাজার সদর মডেল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।
![](https://moulvibazar24.com/wp-content/uploads/2022/12/Untitled-6-×-4-in.gif)