মৌলভীবাজারে চ্যানেল আইর ২৫তম জন্মদিন পালিত

- আপডেট সময় ১১:৪৩:০৩ পূর্বাহ্ন, রবিবার, ১ অক্টোবর ২০২৩
- / ৪৯৩ বার পড়া হয়েছে

মৌলভীবাজার২৪ ডেস্ক: মৌলভীবাজারে চ্যানেল আইর ২৫ তম জন্মদিন পালিত হয়েছে।
রোববার (১ অক্টোবর) সকালে মৌলভীবাজার প্রেসক্লাব থেকে বর্ণাঢ্য র্যালী বের হয়ে আবার প্রেসক্লাবে এসে আলোচনা সভা অনুষ্টিত হয়।আলোচনাসভা শেষে জন্মদিনের কেক কাটা হয় ।
মৌলভীবাজার প্রেসক্লাব সভাপতি ও চ্যানেল আইর মৌলভীবাজার প্রতিনিধি এম এ সালামের সভাপতিত্বে ও প্রথম আলো প্রতিনিধি আকমল হোসেন নিপুর পরিচালনায় অনুষ্ঠিত জন্মদিনের অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার রাজনগর ৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান মিজবাউর রহমান, পুলিশ সুপার মোঃ মনজুর রহমান, পিপিএম (বার)।
এসময় বক্তব্যে রাখেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি আবদুল হামিদ মাহবুব,টেলিভিশন এসেসিয়েশনের (ইমজার) সভাপতি ফেরদৌস আহমদ, প্রেসক্লাবের সাধারন সম্পাদক পান্না দত্ত, নাট্যকার খালেদ চৌধুরী প্রমুখ।
বিভিন্ন স্যাটেলাইট চ্যানেল ও প্রিন্ট মিডিয়ার পক্ষ থেকে চ্যানেল আইর মৌলভীবাজার প্রতিনিধি এম এ সালামকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
