মৌলভীবাজারে জাতীয় চ্যাম্পিয়নশীপ ২০২৫ অনুষ্ঠিত

- আপডেট সময় ০৯:১৩:১৯ অপরাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫
- / ২ বার পড়া হয়েছে

মৌলভীবাজার২৪ ডেস্কঃ মৌলভীবাজার সাইফুর রহমান স্টেডিয়ামে তারুণ্যের উৎসব উপলক্ষ্যে জাতীয় চ্যাম্পিয়নশীপ ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
রোববার বিকেল ৩ টা থেকে ৫ টা পর্যন্ত এ খেলা চলে। ফুটবল খেলায় অংশ নেন সুনামগঞ্জ জেলা দল ও মৌলভীবাজার জেলা দল।
খেলায় ০-১ গোলে মৌলভীবাজার জেলা দল বিজয়ী হয় ।
গোল করেন মৌলভীবাজার জেলা দলের কামরান হোসেন মিলাদ।
খেলা শেষে বিজয়ীদের মাঝে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক মোঃ ইসরাইল হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক তানভীর হোসেন, সুনামগঞ্জ জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বরকত উল্লাহ, জেলা ক্রীড়া কর্মকর্তা মাজহারুল মজিদ, মৌলভীবাজার সদর উপজেলা ক্রীড়া সংস্থার সম্মানিত ব্যক্তি ও পৌর বিএনপির আহ্বায়ক সৈয়দ মমসাদ আহমদ, ক্রীড়া ব্যক্তিত্ব সাব্বির আহমেদ চৌধুরী, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মারুফ আহমদ, সদর উপজেলা ক্রীড়া সাংবাদিক মোঃ শাহজাহান মিয়া, সাবেক ক্রিকেটার ও সংগঠক ইমামুল হক রিপন, এইচ এম মুশতাকসহ অনেকেই।
২১ সেপ্টেম্বর ফিরতি ম্যাচ সুনামগঞ্জ জেলায় অনুষ্ঠিত হবে।
