মৌলভীবাজারে দেশনেত্রী খালেদা জিয়ার মাগফিরাত কামনায় জেলা বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল
- আপডেট সময় ১০:১০:১১ অপরাহ্ন, শুক্রবার, ২ জানুয়ারী ২০২৬
- / ৩৫ বার পড়া হয়েছে

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় মৌলভীবাজারে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বাদ জুমআ মৌলভীবাজার শহরের ঐতিহ্যবাহী চৌমুহনা দেওয়ানি জামে মসজিদে এ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করে মৌলভীবাজার জেলা বিএনপি। দোয়া মাহফিলে মহান আল্লাহর দরবারে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনার পাশাপাশি জিয়া পরিবার এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র মো. ফয়জুল করিম ময়ূন, জেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ আব্দুর রহিম রিপন, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও আহ্বায়ক কমিটির সদস্য মো. মিজানুর রহমান, আহ্বায়ক কমিটির সদস্য মৌলভী আব্দুল ওয়ালী সিদ্দিকী, এম এ মুকিত,মোশাররফ হোসেন বাদশা, বকসী মিসবাহ উর রহমান, মো. হেলু মিয়া, মো. ফখরুল ইসলাম,মৌলভীবাজার সদর উপজেলা বিএনপির সভাপতি ও জেলা আহ্বায়ক কমিটির সদস্য মুজিবুর রহমান মজনু, আহ্বায়ক কমিটির সদস্য মহিতুর রহমান হেলাল, মাহমুদুর রহমান, সেলিম সালাউদ্দিন,সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মারুফ আহমেদ এবং জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন উজ্জ্বল, সাধারণ সম্পাদক এম এ মোহিত,জেলা ছাত্রদের সভাপতি মো. রুবেল মিয়া ।
এ ছাড়াও জেলা ও উপজেলা,পৌর বিএনপি এবং যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দল, ছাত্রদল, জাসাসসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এবং ধর্মপ্রাণ মুসল্লিরা দোয়া মাহফিলে অংশ নেন। দোয়া মাহফিল শেষে উপস্থিত মুসল্লিদের মাঝে শিরনি বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে জেলা বিএনপির আহ্বায়ক মো. ফয়জুল করিম ময়ূন বলেন,দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন এ দেশের গণতন্ত্রের জন্য আল্লাহপ্রদত্ত এক অমূল্য নিয়ামত। নির্যাতন, কারাবরণ, অসংখ্য ষড়যন্ত্র ও অবর্ণনীয় কষ্টের মধ্যেও তিনি কখনো মাথা নত করেননি। দেশ ও জনগণের প্রশ্নে তাঁর আপসহীন অবস্থান ইতিহাসে বিরল। তিনি শুধু একটি রাজনৈতিক দলের নেত্রী নন—তিনি ছিলেন নিপীড়িত মানুষের আশ্রয়, গণতন্ত্রকামী মানুষের শেষ ভরসা। আজ তাঁর শূন্যতা জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি। আমরা অশ্রুসিক্ত হৃদয়ে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি।









