মৌলভীবাজারে ‘পুলিশ সুপার দাবা প্রতিযোগিতা’ সম্পন্ন
![](https://newssitedesign.com/newspaperpro/wp-content/themes/newspaper-pro/assets/images/reporter.jpg)
- আপডেট সময় ১১:৫৫:২৮ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অক্টোবর ২০২২
- / ৭২৪ বার পড়া হয়েছে
![](https://moulvibazar24.com/wp-content/uploads/2023/11/Rahat-rakib-tea.jpg)
মৌলভীবাজার জেলা পুলিশের আয়োজনে ‘পুলিশ সুপার দাবা প্রতিযোগিতা-২০২২’ সম্পন্ন হয়েছে। শনিবার রাতে মৌলভীবাজার প্রেসক্লাবে ‘র্যাপিড রেটিং এই দাবা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
এর আগে শনিবার সকাল ১০টায় মৌলভীবাজার জেলা পরিষদের প্রশাসক মিছবাহুর রহমান এ দাবা প্রতিযোগিতার উদ্বোধন করেন।
দিনব্যাপী চলমান এ বিভাগীয় র্যাপিড রেটিং দাবা প্রতিযোগিতায় সিলেট বিভাগের ৪টি জেলার দাবা প্রতিযোগীরা অংশগ্রহণ করেন। এই প্রতিযোগিতায় সবাইকে ছাড়িয়ে চ্যাম্পিয়ন হন মৌলভীবাজার জেলার জাবেদ আল হামিদ এবং রানার্সআপ হন সুনামগঞ্জ জেলার আতিক মিয়া।
মৌলভীবাজার প্রেসক্লাবের আহবায়ক সৈয়দ হেলাল আহমেদের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমান, মৌলভীবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) সুদর্শন কুমার রায়, সোশ্যাল ইসলামী ব্যাংক মৌলভীবাজার শাখা ব্যবস্থাপক রৌশন মিয়া, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পান্না দত্ত, মৌলভীবাজার দাবা সমিতির সভাপতি মোস্তাক আহমদ মম প্রমুখ।
![](https://moulvibazar24.com/wp-content/uploads/2022/12/Untitled-6-×-4-in.gif)