ব্রেকিং নিউজ  
                            
                            মৌলভীবাজারে পূজা পরিষদের বৃক্ষরোপণ
																
								
							
                                
                              							  নিজস্ব সংবাদ :									
								
                                
                                - আপডেট সময় ০৮:১৬:২৮ পূর্বাহ্ন, শনিবার, ৫ অগাস্ট ২০২৩
 - / ৬৮২ বার পড়া হয়েছে
 

নিজস্ব সংবাদ : প্রধানমন্ত্রীর আহবানে সাড়া দিয়ে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে বৃক্ষরোপন কাযক্রম করেছে মৌলভীবাজার জেলা পূজা উদযাপন পরিষদ ও জেলার আওতাধীন সকল ইউনিট।
শনিবার সকালে মৌলভীবাজার জগন্নাথপুর জিউর আখড়া প্রাঙ্গনে জেলা পূজা উদযাপন পরিষদ বৃক্ষরোপণ করে ।
পরে একই স্থানে সদর উপজেলা ও পৌর পূজা উদযাপন পরিষদ নেতা কর্মিরা বৃক্ষরোপন করেছেন। ফজল,বনজ, ঔষধী তিন জাতের বৃক্ষ রোপণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি আশু রঞ্জন দাশ, সহ সভাপতি মনবীর রায় মঞ্জু,সহ সভাপতি রাধাপদ দেব সজল, সাধারণ সম্পাদক মহিম দে মধু, জগন্নাথপুর জিউর আখড়া কমিটির সভাপতি এড. রমাকান্ত দাশগুপ্ত , সাধারণ সম্পাদক প্রাণগোপাল রায়সহ জেলার নেতৃবৃন্দ।
                            
                                 ট্যাগস : 
                                                            
                   
                        
                            
																			












