মৌলভীবাজারে বিজয় দিবস উপলক্ষে জেলা তথ্য অফিসের আলোচনা সভা ও সাংস্কৃতিক
- আপডেট সময় ১১:৪৩:১৯ পূর্বাহ্ন, সোমবার, ১৯ ডিসেম্বর ২০২২
- / ৪৩১ বার পড়া হয়েছে
বিশেষ প্রতিনিধি॥ মৌলভীবাজারে মহান বিজয় দিবস২২ উপলক্ষ্যে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
(১৯ডিসেম্বর) সোমবার দুপুরে জেলা তথ্য অফিসের আয়োজনে আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান জেলা যুব প্রশিক্ষন কেন্দ্রের হল রুমে অনুষ্ঠিত হয়।
জেলা তথ্য অফিসের সহকারি পরিচালক আনোয়ার হোসেন এর সভাপতিত্বে এবং জেলা যুব প্রশিক্ষন কেন্দ্রের সিনিয়র প্রশিক্ষক মো: হুমায়ুন কবীর এর পরিচালনায আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার সাবরীনা রহমান।
বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা মো: জামাল উদ্দিন, যুব উন্নয়ন অধিদপ্তর উপপরিচালক মোহাম্মদ মিজানুর রহমান,মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের উপপরিচালক মো: হাবীব তৌহিদ ইমাম,ডেপুটি কো-অডিনেটর রোকশানা পারভিন,সাংবাদিক নজরুল ইসলাম মুহিব।
বক্তারা বলেন, লাখো শহিদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতার সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে। সকলকে পরমতসহিষ্ণুতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধের সংস্কৃতি গড়ে তুলতে হবে। আলোচনা সভা শেষে জেলা শিল্প কলা একাডেমীর শিল্পীরা মনোঞ্জ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। । ছবি