ঢাকা ০২:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ৩ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

মৌলভীবাজারে বিভিন্ন মামলার আসামী গ্রেফতার

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০২:৫৯:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর ২০২২
  • / ৭৮৭ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি: অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার এবং গ্রেফতারী ও সাজা পরোয়ানা তামিল সংক্রান্তে পুলিশি অভিযান উপলক্ষ্যে মৌলভীবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ ইয়াছিনুল হক এর সার্বিক তত্ত্বাবধানে, পুলিশ পরিদর্শক(অপারেশন) এর দিক নির্দেশনায় মৌলভীবাজার সদর মডেল থানার একাধিক বিশেষ অভিযানিক টিম সহ অন্যান্য অফিসার ও ফোর্সের সহায়তায় থানা এলাকার বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করিয়া গত-৬ সেপ্টেম্বর রাত ২২.২৫ ঘটিকার সময় মৌলভীবাজার সদর মডেল থানাধীন মৌলভীবাজার পৌরসভাস্থ দরগা মহল্লা সাকিনে প্রবাসী জনৈক নওশাদ মিয়ার মালিকানাধীন শেখ মোঃ মোতাহির প্রকাশ মতাই এর ভাড়া বাসার সামনে হইতে আসামী  শেখ মোঃ মোতাহির প্রকাশ মতাই (৫৯), পিতা-মৃত শেখ মোঃ লাল মিয়া, সাং-দরগা মহল্লা, ০৭ নং ওয়ার্ড, মৌলভীবাজার পৌরসভা,আব্দুল হক(৩৯), পিতা-মৃত চান্দা আলী, সাং-সনকাপন, ৯ নং আমতৈল ইউপি, উভয় থানা ও জেলা-মৌলভীবাজার, মো: সাকের (২২) পিতা জয়নাল খাঁন গ্রাম পংগদরাই   ছালেহ আহমদ শাওন(২৮), পিতা-শিব্বির আহমদ, সাং-সিংড়াওলি, শমসেরনগর ইউপি, থানা-কমলগঞ্জ, বর্তমান সাং-গোবিন্দশ্রী,

মৌলভীবাজার পৌরসভা, থানা ও জেলা-মৌলভীবাজারদের ধৃত করিয়া তাহাদের দেহ তল্লাশি কালে আসামী শেখ মোঃ মোতাহির প্রকাশ মতাই (৫৯) এর দেহ তল্লাশি কালে তাহার পরিহিত লুঙ্গির ডান পাশের কোছায় গোজানো অবস্থায় নীল পলিথিনের ভিতর রক্ষিত ৫০ (পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেট, ধৃত আব্দুল হক(৩৯) এর দেহ তল্লাশি কালে তাহার পরিহিত লুঙ্গির বাম পাশের কোছায় গোজানো অবস্থায় নীল পলিথিনের ভিতর রক্ষিত ৩০ (ত্রিশ) পিস ইয়াবা ট্যাবলেট এবং ধৃত ছালেহ আহমদ শাওন(২৮) দেহ তল্লাশি কালে তাহার পরিহিত জিন্স প্যান্টের বাম পকেটে নীল পলিথিনের ভিতর রক্ষিত ২০(বিশ) পিস ইয়াবা ট্যাবলেট সহ সর্বমোট (৫০+৩০+২০)=১০০ (একশত) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার পূর্বক সাক্ষীদের সম্মুখে জব্দ করা হয়। উক্ত ঘটনা সংক্রান্তে মৌলভীবাজার সদর মডেল থানায় নিয়মিত মামলা রুজু করিয়া আসামীকে বিধি মোতাবেক যথাযথ পুলিশ স্কর্টের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হইয়াছে।সিলেট রেঞ্জ ডিআইজি, নির্দেশনা মোতাবেক পুলিশ সুপার, মৌলভীবাজার প্রত্যক্ষ তত্ত্ববধানে আসন্ন দূর্গাপুজাকে সামনে রেখে থানা এলাকায় চুরি, ডাকাতি প্রতিরোধ ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখার নিমিত্তে “টিম মৌলভীবাজার সদর মডেল থানা” পুলিশ বদ্ধপরিকর।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

মৌলভীবাজারে বিভিন্ন মামলার আসামী গ্রেফতার

আপডেট সময় ০২:৫৯:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর ২০২২

বিশেষ প্রতিনিধি: অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার এবং গ্রেফতারী ও সাজা পরোয়ানা তামিল সংক্রান্তে পুলিশি অভিযান উপলক্ষ্যে মৌলভীবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ ইয়াছিনুল হক এর সার্বিক তত্ত্বাবধানে, পুলিশ পরিদর্শক(অপারেশন) এর দিক নির্দেশনায় মৌলভীবাজার সদর মডেল থানার একাধিক বিশেষ অভিযানিক টিম সহ অন্যান্য অফিসার ও ফোর্সের সহায়তায় থানা এলাকার বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করিয়া গত-৬ সেপ্টেম্বর রাত ২২.২৫ ঘটিকার সময় মৌলভীবাজার সদর মডেল থানাধীন মৌলভীবাজার পৌরসভাস্থ দরগা মহল্লা সাকিনে প্রবাসী জনৈক নওশাদ মিয়ার মালিকানাধীন শেখ মোঃ মোতাহির প্রকাশ মতাই এর ভাড়া বাসার সামনে হইতে আসামী  শেখ মোঃ মোতাহির প্রকাশ মতাই (৫৯), পিতা-মৃত শেখ মোঃ লাল মিয়া, সাং-দরগা মহল্লা, ০৭ নং ওয়ার্ড, মৌলভীবাজার পৌরসভা,আব্দুল হক(৩৯), পিতা-মৃত চান্দা আলী, সাং-সনকাপন, ৯ নং আমতৈল ইউপি, উভয় থানা ও জেলা-মৌলভীবাজার, মো: সাকের (২২) পিতা জয়নাল খাঁন গ্রাম পংগদরাই   ছালেহ আহমদ শাওন(২৮), পিতা-শিব্বির আহমদ, সাং-সিংড়াওলি, শমসেরনগর ইউপি, থানা-কমলগঞ্জ, বর্তমান সাং-গোবিন্দশ্রী,

মৌলভীবাজার পৌরসভা, থানা ও জেলা-মৌলভীবাজারদের ধৃত করিয়া তাহাদের দেহ তল্লাশি কালে আসামী শেখ মোঃ মোতাহির প্রকাশ মতাই (৫৯) এর দেহ তল্লাশি কালে তাহার পরিহিত লুঙ্গির ডান পাশের কোছায় গোজানো অবস্থায় নীল পলিথিনের ভিতর রক্ষিত ৫০ (পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেট, ধৃত আব্দুল হক(৩৯) এর দেহ তল্লাশি কালে তাহার পরিহিত লুঙ্গির বাম পাশের কোছায় গোজানো অবস্থায় নীল পলিথিনের ভিতর রক্ষিত ৩০ (ত্রিশ) পিস ইয়াবা ট্যাবলেট এবং ধৃত ছালেহ আহমদ শাওন(২৮) দেহ তল্লাশি কালে তাহার পরিহিত জিন্স প্যান্টের বাম পকেটে নীল পলিথিনের ভিতর রক্ষিত ২০(বিশ) পিস ইয়াবা ট্যাবলেট সহ সর্বমোট (৫০+৩০+২০)=১০০ (একশত) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার পূর্বক সাক্ষীদের সম্মুখে জব্দ করা হয়। উক্ত ঘটনা সংক্রান্তে মৌলভীবাজার সদর মডেল থানায় নিয়মিত মামলা রুজু করিয়া আসামীকে বিধি মোতাবেক যথাযথ পুলিশ স্কর্টের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হইয়াছে।সিলেট রেঞ্জ ডিআইজি, নির্দেশনা মোতাবেক পুলিশ সুপার, মৌলভীবাজার প্রত্যক্ষ তত্ত্ববধানে আসন্ন দূর্গাপুজাকে সামনে রেখে থানা এলাকায় চুরি, ডাকাতি প্রতিরোধ ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখার নিমিত্তে “টিম মৌলভীবাজার সদর মডেল থানা” পুলিশ বদ্ধপরিকর।