মৌলভীবাজারে বিশ্ব বসতি দিবস পালিত

- আপডেট সময় ০৪:০০:২৫ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫
- / ১৬ বার পড়া হয়েছে

মৌলভীবাজার২৪ ডেস্ক পরিকল্পিত উন্নয়নের ধারা নগর সমস্যায় সাড়া এ প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারে বিশ্ব বসতি দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
সোমবার (৬ অক্টোবর) সকালে জেলা প্রশাসন ও গণপূর্ত বিভাগের আয়োজনে দিবসটি পালন করা হয়। এই উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সার্কিট হাউজ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে সার্কিট হাউজ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন, তানভীর হোসেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), আবুল খায়ের অতিরিক্ত পুলিশ সুপার, মো: হাবিবুর রহমান উপপরিচালক জেলা সমাজসেবা কার্যালয়, মো: জাহিদুল ইসলাম সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, নিউটন দে উপ-সহকারী প্রকৌশলী (ই/এম) গণপূর্ত বিভাগ, রাহুল রায় উপ-সহকারী প্রকৌশলী (সিভিল) গণপূর্ত বিভাগ, মো: ইব্রাহিম উপ-সহকারী প্রকৌশলী (সিভিল), ছাত্র প্রতিনিধি কাজী মনজুর আহমেদ, এছাড়াও জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তর,জেলা একাউন্টস্ এন্ড ফিন্যান্স অফিস গণপূর্ত বিভাগের বিভিন্ন কর্মকর্তা/কর্মচারী।
