ব্রেকিং নিউজ
মৌলভীবাজারে মোটরসাইকেল ধাক্কায় পথচারীর মৃত্যু
![](https://newssitedesign.com/newspaperpro/wp-content/themes/newspaper-pro/assets/images/reporter.jpg)
নিজস্ব সংবাদ :
- আপডেট সময় ০৪:১৭:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর ২০২২
- / ৮৪৮ বার পড়া হয়েছে
![](https://moulvibazar24.com/wp-content/uploads/2023/11/Rahat-rakib-tea.jpg)
মৌলভীবাজার২৪ ডেস্ক: মৌলভীবাজার শ্রীমঙ্গল সড়কের কাকিয়বাজার এলাকায় একটি দ্রুতগামী মোটরসাইকেলের ধাক্কায় পথচারী রাবিয়া বেগম (৪০) এর মৃত্যু হয়েছে।
সোমবার রাত ৯ টার দিকে কাকিয়াবাজার এলাকায় এ ঘটনাটি ঘটে।
রাবিয়া বেগম শ্রীমঙ্গল উপজেলার কাকিয়ার বাজার এলাকার পূর্ব সিরাজনগর গ্রামের বজলু মিয়ার স্ত্রী।
স্থানীয়রা জানান রাতে রাবিয়া বেগম রাস্তার পাশে একটি দোকান থেকে কেনাকাটা করতে গেলে দ্রুতগামী এটা মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে স্থানীয়রা উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৌলভীবাজার মডেল থানার ওসি অপারেশন মশিউর রহমান নিশ্চিত করেন।
![Open photo](https://scontent.xx.fbcdn.net/v/t1.15752-9/308221775_1724360577920007_6940464674558653161_n.jpg?stp=dst-jpg_s370x247&_nc_cat=102&ccb=1-7&_nc_sid=aee45a&_nc_ohc=-G1-OL2495wAX-67aXe&_nc_ad=z-m&_nc_cid=0&_nc_ht=scontent.xx&oh=03_AVLh7t_Bl5JNtB2GO7yYNhzDeA41tqwYaqojMDrFUOq44Q&oe=63596C1C)
![](https://moulvibazar24.com/wp-content/uploads/2022/12/Untitled-6-×-4-in.gif)
ট্যাগস :