মৌলভীবাজারে যুবলীগের শান্তি মিছিল ও সমাবেশ
![](https://newssitedesign.com/newspaperpro/wp-content/themes/newspaper-pro/assets/images/reporter.jpg)
- আপডেট সময় ০৩:৫৮:১৬ অপরাহ্ন, বুধবার, ৬ সেপ্টেম্বর ২০২৩
- / ৫২৬ বার পড়া হয়েছে
![](https://moulvibazar24.com/wp-content/uploads/2023/11/Rahat-rakib-tea.jpg)
মৌলভীবাজার২৪ ডেস্ক: কেন্দ্রীয় নির্দেশ মেনে বিএনপি-জামাতের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে এবং প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন-অগ্রযাত্রা অব্যাহত রাখতে মৌলভীবাজারে বাংলাদেশ যুবলীগের শান্তি মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৬ সেপ্টেম্বর) বিকেলে স্থানীয় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে শান্তি মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।মিছিল শেষে শহরের এস আর প্লাজার সামনে এক শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।
মিছিলে নেতৃত্বদেন মৌলভীবাজার জেলা আওয়ামী যুবলীগের নবনির্বাচিত কমিটির সভাপতি সৈয়দ রেজাউর রহমান সুমন এবং সাধারণ সম্পাদক সৈয়দ সেলিম হক।
বক্তারা বলেন- বঙ্গবন্ধুকন্যার নেতৃত্বে আজ যখন বাংলাদেশ সারা পৃথিবীতে উৎকৃষ্ট রাষ্ট্রীয় ব্যবস্থা ও মানবিকতার উদাহরণ হিসেবে দেখিয়ে যাচ্ছে, তখনই বিএনপি-জামায়াত তাদের মিথ্যা ও নৈরাজ্যের রাজনীতির অবতারণা করছে। এটাই তাদের চরিত্র।’ বঙ্গবন্ধুর বাংলাদেশকে শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে তরুণদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।
![](https://moulvibazar24.com/wp-content/uploads/2022/12/Untitled-6-×-4-in.gif)