মৌলভীবাজারে শ্রেষ্ঠ ভ্যাট প্রদানকারী এমবি ক্লথ স্টোর
![](https://newssitedesign.com/newspaperpro/wp-content/themes/newspaper-pro/assets/images/reporter.jpg)
- আপডেট সময় ০৭:১৬:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩
- / ৩১০৫ বার পড়া হয়েছে
![](https://moulvibazar24.com/wp-content/uploads/2023/11/Rahat-rakib-tea.jpg)
বিশেষ প্রতিনিধিঃ মৌলভীবাজার জেলার সর্বোচ্চ ভ্যাট বা মূল্য সংযোজন প্রদানকারী ব্যবসা প্রতিষ্ঠান নির্বাচিত হয়েছে এমবি ক্লথ স্টোর। রোববার (১০ ডিসেম্বর) সিলেট ভ্যাট কমিশনারের কার্যালয়ে জাতীয় ভ্যাট সপ্তাহ ও ভ্যাট দিবস ২০২৩ উপলক্ষে এ সম্মাননা দেওয়া হয়।
২০২১-২২ অর্থবছরে জেলা পর্যায়ে সর্বোচ্চ মূল্য সংযোজন কর (ভ্যাট) পরিশোধকারী হিসেবে ব্যবসা খাতে জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক এই ক্রেস্ট তুলে দেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (মুসক : বাস্তবায়ন ও আইটি) ড. মইনুল খান। ক্রেস্ট ও সম্মাননা সনদ গ্রহণ করেন এমবি ক্লথ স্টোরের পক্ষে প্রতিষ্ঠানের পরিচালক আনোয়ার ইকবাল।
এ সময় আরো উপস্থিত ছিলেন, বিজিবি সিলেট সেক্টর কমান্ডার কর্নেল জিএইসএম সেলিম হাসান, সিলেট কর অঞ্চলের কর কমিশনার জাকির হোসেন, সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি তাহমিন আহমেদ প্রমুখ।
এবার নিয়ে পরপর দ্বিতীয়বারের মতো সর্বোচ্চ ভ্যাট প্রদানকারী প্রতিষ্ঠান হিসেবে সম্মাননা পেয়েছে মৌলভীবাজারের জনপ্রিয় এই ডিপার্টমেন্ট স্টোর।
প্রায় অর্ধশতাব্দী ধরে ব্যবসা করে আসছে এমবি ক্লথ স্টোর। মূলত রুচিশীল ও গুণগত মানসম্পন্ন কাপড়ের জন্য বিখ্যাত এই দোকানটি।
এদিকে ব্যবসায়ীরা জানান- সর্বোচ্চ ভ্যাট প্রদানকারী সম্মাননাপ্রাপ্তদের সরকারি বিশেষ সুবিধা দেওয়া উচিত। যেমনটা পেয়ে থাকেন সিআইপিরা। সর্বোচ্চ ভ্যাট প্রদানকারী সম্মাননাপ্রাপ্তদের ট্রেন, হাসপাতাল, বিমানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় বিশেষ সুবিধা দেওয়া দরকার। এতে অন্যান্য ব্যবসায়ীরাও ভ্যাট দিতে উৎসাহী হবে।
![](https://moulvibazar24.com/wp-content/uploads/2022/12/Untitled-6-×-4-in.gif)