মৌলভীবাজারে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন এম. নাসের রহমান

- আপডেট সময় ০৯:২৩:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫
- / ১৮ বার পড়া হয়েছে

মৌলভীবাজারের রাজনগর উপজেলার বিভিন্ন ইউনিয়নে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনের সাবেক সংসদ সদস্য এম. নাসের রহমান।
রবিবার (২৯ সেপ্টেম্বর) তিনি উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করেন। সেখানে তিনি পূজারী, সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষ এবং স্থানীয় জনগণের সঙ্গে কুশল বিনিময় করেন।
এসময় এম. নাসের রহমান বলেন,
“বাংলাদেশের মাটি হলো সাম্প্রদায়িক সম্প্রীতির মাটি। এখানে সব ধর্মের মানুষ মিলেমিশে বসবাস করছে। ধর্ম যার যার, উৎসব সবার—এই চেতনা আমাদের ধরে রাখতে হবে। আমি সব সময়ই আপনাদের সুখ-দুঃখে পাশে আছি এবং ভবিষ্যতেও থাকবো। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।”
তিনি আরও বলেন,
“আপনারাও স্বাধীন, আমরাও স্বাধীন। এ দেশে মুসলমানদের যেমন অধিকার আছে, হিন্দুদেরও একই অধিকার রয়েছে। মসজিদে আজান হবে, মন্দিরে পূজা হবে—এটাই আমাদের সম্প্রীতির বাংলাদেশ।”
শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল মুকিত, পূজা উদযাপন কমিটির নেতা এড. সুনীল কুমার দাশ, এড. গোবিন্দ মোহন পাল, এড. রুনু দত্ত, শ্যামলী সূত্রধরসহ স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সনাতন ধর্মাবলম্বী সাধারণ মানুষ এম. নাসের রহমানকে স্বাগত জানিয়ে ফুলেল শুভেচ্ছা জানান।
