মৌলভীবাজারে স্বাস্থ্য অধিদপ্তরের আওতায় এডভোকেসি সভা
- আপডেট সময় ১০:৩৪:২৩ পূর্বাহ্ন, রবিবার, ৫ জুন ২০২২
- / ৬৩৮ বার পড়া হয়েছে
বিশেষ প্রতিনিধিঃ মৌলভীবাজার জেলায় লাইফস্টাইল এবং হেলথ এডুকেশন এন্ড প্রমোশন,স্বাস্থ্য অধিদপ্তর এর আওতায় এডভোকেসি সভা ও মা সমাবেশ অনুষ্ঠিত হয়।
বুধবার (১৪ জুন) বিকেলে সিভিল সার্জন কার্যালয়ের উদ্যোগে উপজেলা স্বাস্থ্য অফিস কার্যালয়ের সম্মেলন কক্ষে এডভোকেসি সভার পাশাপাশি মৌলভীবাজার জেলায় ২টি কমিউনিটি ক্লিনিকে (আকবরপুর সিসি এবং পাহারবরশিজোড়া সিসি) নবজাতকের বিপদচিহ্ন ও তার যত্ন বিষয়ক উদ্বুদ্ধকরন মা সমাবেশের আয়োজন করা হয়।এতে সেবা নিতে আসা মা ও কিশোরী মেয়েরা ।
জেলার সিভিল সার্জন ডা. চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ এর সভাপতিত্বে ও সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা সুমন চন্দ্র দেব নাথ এর পরিচালনায় অনুষ্ঠানের মূল প্রবন্ধ উপস্থাপন করেন উপজেলা স্বাস্থ্য পঃপঃ কমকর্তা ডা. বনালী দাস ।
সিভিল সার্জন ডা. চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ তার বক্তব্যে বলেন, যে সরকারী পর্যায়ে বিভিন্ন উদ্যোগের পাশাপাশি সর্বস্তরের সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।
এডভোকেসি সভায় সাংবাদিক,শিক্ষক,ছাত্র ও বিভিন্ন মসজিদের ইমামরা উপস্থিত ছিলেন।