মৌলভীবাজারে হত্যা মামলার পলাতক আসামি র্যাবের খাঁচায় গ্রে-ফ-তা-র

- আপডেট সময় ০১:০৩:৪৯ অপরাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫
- / ১৭০ বার পড়া হয়েছে

মৌলভীবাজার২৪ ডেস্কঃ মৌলভীবাজার জেলার সদর মডেল থানার হত্যা মামলার পলাতক আসামী বজলু মিয়া’কে গ্রেফতার করেছে র্যাব-৯।
বুধবার ( ৩০ এপ্রিল) দুপুরে র্যাব-৯ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তথ্য জানানো হয়।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-২, মৌলভীবাজার এর একটি আভিযানিক দল গত ২৯ এপ্রিল মৌলভীবাজার জেলার সদর মডেল থানাধীন আপার কাগাবালা ইউনিয়নের সমশেরগঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করে মৌলভীবাজার জেলার সদর মডেল থানার মামলা নং-০১/৫৭, তারিখ-০২/০৩/২০২৫ইং, ধারা-১৪৩/৩০২/৩২৩/ 324/325/326/307/৫০৬(২)/১১৪ পেনাল কোড ১৮৬০ এর মূলে হত্যা মামলার এজাহারনামীয় ২নং পলাতক আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামী বজলু মিয়া (৪০), পিতা- মৃত জিলদার মিয়া, সাং- বিন্নিগ্রাম, ০৪ নং আপার কাগাবালা ইউনিয়ন, থানা- সদর, জেলা- মৌলভীবাজার।
এছাড়াও তার বিরুদ্ধে মৌলভীবাজার জেলার সদর মডেল থানায় আরও ১০টি মামলা রয়েছে।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামীকে মৌলভীবাজার জেলার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
এছাড়াও দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উক্ত মামলার অন্যান্য আসামীদের গ্রেফতারের লক্ষ্যে র্যাব-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।
