ব্রেকিং নিউজ
মৌলভীবাজারের সাজাপ্রাপ্ত আসামী সিলেট থেকে গ্রেফতার
![](https://newssitedesign.com/newspaperpro/wp-content/themes/newspaper-pro/assets/images/reporter.jpg)
নিজস্ব সংবাদ :
- আপডেট সময় ০১:১৯:১৫ অপরাহ্ন, বুধবার, ১২ জুন ২০২৪
- / ৭১৬ বার পড়া হয়েছে
![](https://moulvibazar24.com/wp-content/uploads/2023/11/Rahat-rakib-tea.jpg)
বিশেষ প্রতিনিধিঃ মৌলভীবাজারের জিআর মামালার তিনটি মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামী শৈলেন্দ্র শ্বদকর (৩২)কে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (১১ জুন) রাতে সিলেট শাহপরান এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
শৈলেন্দ্র শ্বদকর সদর উপজেলার বাহারমর্দন গ্রামের রংদাস গ্রামের গোপেন্দ্র শ্বদকরের ছেলে।
গোপন সংবাদের ভিত্তিতে মৌলভীবাজার মডেল থানার এএসআই আবুল কালাম ও এএসআই সাইফুলসহ সিলেট শাহপরান এলাকায় অভিযান করে তাকে গ্রেফতার করা হয়।
এএসআই আবুল কালাম বিষয়টি নিশ্চিত করে মৌলভীবাজার২৪ ডট কমকে জানান, তার বিরুদ্ধে ২টি জিআর সাজা১টি জিআর নরমাল সহ ৩টি জিআর মামলার পলাতক আসামী।
![](https://moulvibazar24.com/wp-content/uploads/2022/12/Untitled-6-×-4-in.gif)
ট্যাগস :